দুদিকে চাকা, মধ্যে ফাঁকা, এক সাইকেলে ৯ বাচ্চা নিয়ে সফর

নিজস্ব প্রতিবেদন : বর্তমানে মানুষের হাতে হাতে পৌঁছে গিয়েছে স্মার্টফোন। মানুষের হাতে হাতে এই স্মার্টফোন পৌঁছে যাওয়ার কারণে বেড়েছে ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়ার ব্যবহার। আবার এই দুয়ের ব্যবহার বৃদ্ধি পাওয়ার ফলে বাড়ছে ভিডিও ভাইরাল হওয়ার প্রবণতা। আসলে এখন মানুষ হাতের কাছে মজার মজার যা কিছু দেখতে পাচ্ছেন তা সোশ্যাল মিডিয়ায় আপলোড করছেন এবং সেগুলি নিমিষে ভাইরাল হয়ে যাচ্ছে।

সেইরকমই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যে ভিডিওটি একটি সাইকেল চালানোর। সাইকেলের দুদিকে থাকে চাকা এবং মাঝখানে থাকে ফাঁকা। এ নিয়ে বাংলায় একটি জনপ্রিয় লোকসংগীতও রয়েছে। তবে এই ভিডিওটি ভাইরাল হয়েছে মূলত ওই সাইকেল আরোহীর একসঙ্গে ৯ জন বাচ্চাকে নিয়ে সাইকেল চালানোর পরিপ্রেক্ষিতে।

ভিডিওটি দেখে সোশ্যাল মিডিয়ার বিদ্বজনেরা অনেকেই কান্ডজ্ঞানহীন কর্মকাণ্ড বলে দাবি করেছেন। পাশাপাশি তারা দাবি করেছেন, এখন রিল ভিডিও বানানোর জন্য মানুষ কিনা করছেন। এমনকি তারা এমনও মত পোষণ করেছেন যে, এই ধরনের রিল ভিডিও বানাতে গিয়ে অনেকেই নিজেদের অজান্তে বিপত্তি ডেকে আনছেন।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে যা দেখা গিয়েছে তা ভিডিওটি না দেখলে হয়তো বিশ্বাস হবে না। দেখা যাচ্ছে, সাইকেলে ৯ জন বাচ্চাকে চাপিয়ে ভ্রমণ করছেন ওই ব্যক্তি। তাদের মধ্যে ৩ জন বাচ্চা সাইকেলের পিছনে বসে রয়েছে, ১ জন পিছনে দাঁড়িয়ে, ১ জন আবার ব্যক্তির কাঁধে। ২ জন বাচ্চা সামনে বসে রয়েছে এবং ১ জন আবার চাকার ঠিক উপরে বসে। এর পাশাপাশি ২ জন বাচ্চাকে ওই ব্যক্তি তাঁর বাহুতে ধরে রেখে সাইকেল চালাচ্ছেন।

https://twitter.com/JaikyYadav16/status/1592438950991626241?t=iU0coPEYfBpGhO0QnfPW7g&s=19

স্বাভাবিকভাবেই এইভাবে সাইকেল চালানোর ক্ষেত্রে ওই ব্যক্তির এমন কর্মকান্ডকে দায়িত্বজ্ঞানহীন বলে উল্লেখ করেছেন বিদ্বজনেরা। রিল ভিডিও বানানোর জন্য এইভাবে সাইকেল চালালেও তাতে বিপত্তি আসতে সময় লাগবে না বলেও মনে করছেন তারা।