DDLJ সিনেমায় শাহরুখের দৃশ্যই এবার হাতিয়ার বামেদের, রইলো অভিনব ভিডিও

নিজস্ব প্রতিবেদন : DDLG, দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে সিনেমাটি ১৯৯৫ সালে রিলিজ হলেও তা আজও আট থেকে আশি সকলের চোখেই ভাসে। বর্তমানে হাজার হাজার ছবির মাঝেও এই সিনেমাটি এখনও এতটুকু ম্লান হয়নি। আর সেই ছবিরই একটি দৃশ্যকে অনুকরণ করে নিজেদের ভোট প্রচারে কাজে লাগালো বামেরা। যেভাবে তারা এই সিনেমার টুকরো অংশকে কাজে লাগিয়েছেন তা না দেখলেই মিস করতেই হবে।

এবার বিধানসভা নির্বাচনের প্রথম থেকেই বামেদের একের পর এক চমক দিতে দেখা যায়। তাদের প্রথম চমক ধরা পড়ে ব্রিগেড সমাবেশ কর্মী-সমর্থকদের আহবান জানানোর জন্য গান। যে গানটি বর্তমানে বহুল প্রচলিত ‘টুম্পা সোনা’ গানের আদলে প্যারোডি গান তৈরি করেন তারা। এরপর তিনি আরও একটি এই গানের আদলেই প্যারোডি গান তৈরি হয়, তারপর ধীরে ধীরে ‘লুঙ্গি ডান্স’, ঊষা উত্থুপের ‘উরি উরি বাবা’ সবকিছুকেই দেখিয়েছেন তারা। আর এবার সিনেমার দৃশ্য অনুকরণে ভোট প্রচার।

DDLG সিনেমাটি অধিকাংশ মানুষই দেখেছেন, আর তা দেখার সাথে সাথে হয়তো সেই দৃশ্য ‘সিমরণ যদি আমায় ভালবাসে তাহলে ও পিছনে ঘুরে তাকাবে। পলট.. পলট..’ মনেও পড়বে। সেই দৃশ্যকে হাতিয়ার করতে দেখা গেল বামেদের। ভিডিও চরিত্রে এবং নামে সবাই পরিবর্তিত হলেও ডায়লগ সেই একই। আর যার নাম দেওয়া হয়েছে ‘প্রিয়তমাসু’। আর এই ‘প্রিয়তমাসু’ একটি পর্বেই শেষ হচ্ছে, আরও কতকগুলি পর্ব আসছে তা জানা যাচ্ছে ভিডিওটি শুরুর বার্তা থেকেই।

[aaroporuntag]
‘প্রিয়তমাসু’-র প্রথম পর্বের ভিডিওর শেষ অংশে যেখানে ওই সিনেমায় বলা হয়েছিল ‘রাজ, এ যদি তোকে ভালোবাসে পিছনে ঘুরে তাকাবে। পলট…পলট..। আর বামেদের এই ভিডিওতে রয়েছে, ‘ভাই ও যদি একবার ফিরে তাকায় তাহলে জানবি ভোটটা সিপিএমকেই দেবে। পলট…পলট..।’