চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়লো যাত্রী, প্রাণ বাঁচলেন আরপিএফ

নিজস্ব প্রতিবেদন : ট্রেন সফরের সময় বহু যাত্রীকেই লক্ষ্য করা যায় তাড়াহুড়ো করতে। আর এই তাড়াহুড়ো করতে গিয়ে এই সেই সকল যাত্রীরা নানান বিপদ ডেকে আনে। তাড়াহুড়ো করে ট্রেনে চাপতে গিয়ে অথবা নামার সময় ট্রেন থেকে পড়ে বহু যাত্রীদেরই মৃত্যুর সম্মুখীন হতে হয়। যে কারণে ভারতীয় রেলের তরফ থেকে বারংবার যাত্রীদের সতর্ক করা হয় এমন পদক্ষেপ না নেওয়ার জন্য।

ঠিক এমনই একটি ঘটনার সাক্ষী থাকলো ভারতীয় রেল। যেখানে দেখা গিয়েছে এক যাত্রী চলন্ত ট্রেন থেকে প্লাটফর্মে ছিটকে পড়ে যান। ওই ব্যক্তি ছিটকে পড়ার সঙ্গে সঙ্গে গতির টানে ট্রেনের চাকার দিকে ঢুকে যাচ্ছিলেন। তবে সেই সময় সে থাকা আরপিএফ দৌঁড়ে আসেন এবং তার প্রাণ রক্ষা করেন। বলাই বাহুল্য অভিযাত্রী নতুন জীবন পেলেন এদিনের এই ঘটনার পর।

এই ঘটনার একটি ভিডিও ভারতীয় রেলের তরফ থেকে তাদের সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়েছে এবং অন্যান্য রেলযাত্রীদের সতর্ক করা হয়েছে। এই ভিডিও দেখে যেন অন্ততপক্ষে যাত্রীরা কিছুটা হলেও সতর্ক হন সেই উদ্দেশ্য নিয়েই ভিডিওটি আপলোড করা হয়েছে। তবে এমন ভিডিও আপলোড করা এই প্রথম নয়, এর আগেও বারংবার ভারতীয় রেল এমন ভিডিও আপলোড করে থাকে।

ভারতীয় রেলের তরফ থেকে দেওয়া তথ্য অনুযায়ী জানা গিয়েছে, এমন ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের ভাডায়ালা রেলস্টেশনে। জানা গিয়েছে, ট্রেনটি যখন ওই রেল স্টেশনের প্ল্যাটফর্ম অতিক্রম করছিল সেই সময় ওই যাত্রী ট্রেনের গেটের কাছে ছিলেন এবং ঘুমিয়ে পড়েছিলেন। তখনই তিনি ঘুমের ঘোরে টাল সামলাতে না পেরে ছিটকে প্লাটফর্মে পড়ে যান।

এক্ষেত্রে ওই ব্যক্তি পুনর্জীবন পেয়েছেন মূলত প্ল্যাটফর্মের মধ্যে ছিটকে পড়া এবং উপস্থিত আরপিএফ-এর তৎপরতায়। যদি তিনি প্ল্যাটফর্মের বাইরে কোন জায়গায় পড়তেন তাহলে আরও বড় ক্ষতির সম্মুখীন হতেন তিনি। এই ঘটনার ভিডিও এবং উদাহরণ তুলে ধরে ভারতীয় রেলের তরফ থেকে প্রতিটি রেলযাত্রীকে সতর্ক করা হয়েছে, চলন্ত ট্রেনে যাত্রার সময় নিয়ম মেনে সতর্ক ভাবে চলার জন্য।