ট্রাফিক পুলিশের তৎপরতায় হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেলেন যুবক

পার্থ দাস : স্মার্টফোন হারিয়ে যাওয়া অথবা চুরি হয়ে যাওয়ার ঘটনা নতুন কিছু নয়। তবে এই স্মার্টফোন হারিয়ে যাওয়া অথবা চুরি হয়ে যাওয়ার পর তা ফিরে পেতে কালঘাম ফেলতে হয় গ্রাহকদের। অধিকাংশ ক্ষেত্রেই এই ধরনের ফোন ফিরে পাওয়া যায় না। তবে সম্প্রতি পুলিশি তৎপরতায় হারিয়ে যাওয়া একটি স্মার্টফোন ফিরে পেলেন বীরভূমের এক যুবক।

বীরভূমের পাঁড়ুই থানার অন্তর্গত শিকারপুর গ্রামের প্রশান্ত বাগদি নামে এক যুবক গত শুক্রবার সিউড়ি আসেন কোন কাজে। তারপর তিনি কাজ সেরে নেশা করেন। নেশা করে বাস ধরে বাড়ি ফিরতে সিউড়ি বাসস্ট্যান্ডে তিনি আসেন এবং সেখানে নেশার ঘোরে নিজের স্মার্টফোন ফেলে বাস ধরে বাড়ি ফিরে যান। বাড়ি ফিরে যখন তার চেতন ফেরে তখন তিনি দেখেন তার কাছে স্মার্টফোনটি নেই। এমন পরিস্থিতিতে তিনি বারবার ফোনে কথা বলার চেষ্টা করলেও কেউ ফোন ধরেন নি।

অন্যদিকে সিউড়ি বাসস্ট্যান্ডে ওই যুবকের ফেলে যাওয়া স্মার্টফোনটি স্থানীয় কয়েকজন টোটো চালক এবং যুবকরা দেখতে পান। তারপর তারা সেই স্মার্টফোনটি সিউড়ি বাসস্ট্যান্ডে থাকা ট্রাফিক পুলিশ ক্যাম্পে জমা দেন। পুলিশ সেই স্মার্টফোনটি রেখে দেয় এবং ওই যুবক পরে ফোন করলে তাকে জানানো হয় ফোনটি তাদের কাছে রয়েছে। ফোনটি ফিরে পেতে চাইলে উপযুক্ত প্রমাণ দিয়ে যেন নিয়ে যান ওই যুবক।

নিজের স্মার্টফোন পুলিশের কাছে রয়েছে এমনটা জানতে পেরে সোমবার প্রশান্ত বাগদী সিউড়ি বাসস্ট্যান্ডে এসে পৌঁছান এবং ট্রাফিক পুলিশের ওই ক্যাম্পে যান। সেখানে সমস্ত রকম নথি দেখিয়ে এবং একটি মুচলেকা জমা দিয়ে নিজের স্মার্টফোন ফিরে পান তিনি। যেখানে সাধারণ মানুষ তাদের হারিয়ে যাওয়া স্মার্টফোন ফিরে পান না সেই জায়গায় নেশা করে স্মার্টফোন হারিয়েও ওই যুবক নিজের স্মার্টফোনটি ফিরে পেয়ে পুলিশ এবং স্থানীয় বাসিন্দাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেছেন।

অন্যদিকে ওই বীরভূম জেলা পুলিশের ট্রাফিক এএসআই এসকে মইদুল ইসলাম জানিয়েছেন, দুদিন আগে ওই যুবক বাসস্ট্যান্ড চত্বরে তার স্মার্টফোনটি ফেলে গিয়েছিলেন। তারপর স্থানীয় বাসিন্দারা এবং টোটো চালকরা আমাদের কাছে স্মার্টফোনটি জমা দেন। সেইমতো আমরা উপযুক্ত প্রমাণ পত্র দেখে আজ ওই যুবকের হাতে তার হারিয়ে যাওয়া স্মার্টফোনটি তুলে দিলাম।