অবশেষে দূর হলো চিন্তা, এই তারিখ পর্যন্ত করা যাবে আধার আপডেট

নিজস্ব প্রতিবেদন : ভারতীয় নাগরিকদের কাছে ভোটার কার্ড, প্যান কার্ড সহ অন্যান্য নথি যতটা গুরুত্বপূর্ণ তার থেকে কয়েকগুণ বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে আধার কার্ড (Aadhaar Card)। আধার কার্ড এতটাই গুরুত্বপূর্ণ নথিতে পরিণত হয়েছে যে এই আধার কার্ড না থাকলে এখন দেশের নাগরিকরা বহু সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন। স্বাভাবিকভাবেই আধার কার্ড সম্পর্কিত কোনো আপডেট এলেই নড়েচড়ে বসতে দেখা যায় বাসিন্দাদের।

আধার কার্ড না থাকলে দেশের মানুষ বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হন। এমনকি আধার নম্বর ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত না থাকলে, প্যান কার্ডের সঙ্গে আধার নম্বর সংযুক্ত না থাকলে সব বাতিল হতে পারে। এছাড়াও গ্যাসের ভর্তুকি থেকে শুরু করে অন্যান্য সরকারি প্রকল্পের ভর্তুকি পেতে আধার নম্বর জরুরি। শুধু তাই নয়, ১০০ দিনের কাজের জন্য জব কার্ডের সঙ্গেও আধার নম্বর সংযুক্তিকরণ না থাকলে টাকা পাওয়া যাচ্ছে না।

অন্যদিকে গুরুত্বপূর্ণ নথি হিসাবে ব্যবহার করা আধার কার্ড আপডেট করা জরুরী বলে জানিয়েছে UIDAI। আধার কার্ড অনেক দিনের পুরাতন হয়ে যাওয়া ছাড়াও যারা ঠিকানা, ফোন নম্বর ইতিমধ্যেই বদলে ফেলেছেন অথচ আধার কার্ডে আপডেট করেন নি তাদের আবশ্যিকভাবে আধার কার্ড আপডেট করানোর কথা জানানো হয়েছে। আর এই সকল আপডেট সম্পূর্ণ বিনামূল্যে করার ব্যবস্থা করেছে UIDAI।

বিনামূল্যে আধার কার্ড আপডেট করার শেষ সময়সীমা হিসেবে ২০২৩ সালের ১৪ জুন পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল। কিন্তু নির্ধারিত এই সময়ের মধ্যে বহু নাগরিক রয়েছেন যারা নিজেদের আধার কার্ড আপডেট করাতে পারেননি। এই পরিস্থিতির কথা মাথায় রেখে এবার ইউআইডিএআই বিনামূল্যে আধার কার্ড আপডেট করার সময়সীমা বাড়িয়ে সাময়িকভাবে স্বস্তি দিলো দেশের নাগরিকদের।

আধার কার্ড আপডেট করার সময়সীমা আরো তিন মাস বাড়ানো হয়েছে। সময়সীমা বাড়ানো হয়েছে ১৪ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত। এই সময়সীমা বৃদ্ধি করার ফলে আরো তিন মাস আধার কার্ড আপডেট করার সময়সীমা পাওয়া যাবে।