রেশন কার্ড উপভোক্তাদের বড় স্বস্তি দিল কেন্দ্র, এই কাজে দেওয়া হল বাড়তি সময়

নিজস্ব প্রতিবেদন : ভারতে এই মুহূর্তে ৮০ কোটির বেশি উপভোক্তা রয়েছেন যাদের রয়েছে রেশন কার্ড (Ration Card)। এমন রেশন কার্ড থাকা উপভোক্তাদের কেন্দ্র সরকারের তরফ থেকে নানান সুবিধা দেওয়া হয়ে থাকে। সুবিধার মধ্যে এখন সম্পূর্ণ বিনামূল্যে খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে। রেশন কার্ড থাকলে এখন আর রেশন দোকান থেকে টাকা দিয়ে চাল, গম কিনতে হয় না। যে কারণে রেশন ব্যবস্থা দেশের কোটি কোটি মানুষের মুখে হাসি ফোটাচ্ছে।

তবে লক্ষ্য করলে দেখা যাবে, এই রেশন ব্যবস্থা যেমন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মুখে হাসি ফোটাচ্ছে, ঠিক সেইরকমই আবার কিছু অসাধু ব্যবসায়ী এবং মানুষ এর ফায়দা লুটছেন। তাদের তরফ থেকে অসৎ পথ অবলম্বন করে বাড়তি রোজগারের জন্য নানান উপায় বেছে নেওয়া হচ্ছে। এই অসৎ উপায় বন্ধ করার জন্য কেন্দ্র সরকার রেশন কার্ডের সঙ্গে আধার নম্বর লিঙ্ক (Ration Card Aadhaar Link) করা বাধ্যতামূলক করে।

রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করানোর শেষ সময়সীমা আগামী ৩০ জুন ২০২৩ নির্ধারণ করা হয়েছিল। তবে অনেক উপভোক্তা রয়েছেন যাদের রেশন ব্যবস্থা অত্যন্ত প্রয়োজন অথচ বিভিন্ন কারণে তারা এই গুরুত্বপূর্ণ কাজটি করতে পারছেন না বা করাতে পারছেন না। সেই সকল মানুষদের স্বস্তি দিয়ে কেন্দ্রের তরফ থেকে রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করানোর সময়সীমা বৃদ্ধি করা হলো।

রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করানো থাকলে একজন ব্যক্তির নামে যদি একাধিক রেশন কার্ড থাকে তাহলে তা বাতিল হয়ে যাবে। যে সকল অসৎ ব্যবসায়ী এবং অসৎ মানুষেরা গরিবদের এইভাবে অসৎ উপায় অবলম্বন করে বঞ্চিত করছিলেন তারা তা আর করতে পারবেন না। তবে কেন্দ্রের তরফ থেকে সব দিক বিচার বিবেচনা করে রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করানোর সময়সীমা তিন মাস বৃদ্ধি করে করা হয়েছে ৩০ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত।

তবে শুধু জালিয়াতি আটকে দেওয়া নয়, এর পাশাপাশি রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক থাকলে উপভোক্তারা আরও অনেক সুবিধা পেয়ে থাকেন। যেমন অন্য কোন জায়গায় কর্মসূত্রে স্থানান্তরিত হলেও রেশন থেকে তারা বঞ্চিত হবেন না। রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক থাকলে যে কোন জায়গার যেকোনো রেশন দোকান থেকে নিজেদের প্রয়োজনীয় সামগ্রী তুলতে পারবেন।