শিশুদের আধার কার্ড তৈরি নিয়ে নয়া সিদ্ধান্ত কেন্দ্রের

নিজস্ব প্রতিবেদন : ভারতীয় নাগরিকদের জন্য যেসকল নথি প্রদান করা হয়ে থাকে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আধার কার্ড। ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা থেকে সরকারি বিভিন্ন সুবিধা পাওয়ার ক্ষেত্রে এই আধার নম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শুধু এই সকল পরিষেবা নয়, এর পাশাপাশি স্কুলে ভর্তি হওয়ার ক্ষেত্রেও আধার অন্য এক ভূমিকা পালন করছে। যে কারণে আধার কার্ড প্রতিটি ভারতীয় নাগরিকের থাকা আবশ্যিক হয়ে দাঁড়িয়েছে।

আধার কার্ড অথবা আধার নম্বর যখন ভারতীয় নাগরিকদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি হয়ে দাঁড়িয়েছে সেই সময়ে ভারত সরকার শিশুদের আধার কার্ড তৈরি নিয়ে নয়া সিদ্ধান্ত নিল। তবে এই আধার কার্ড তৈরি নিয়ে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা এখন পরিকল্পনার মধ্যে রয়েছে। কবে থেকে তা বাস্তবায়িত হবে তা এখনও জানানো হয়নি।

এমনিতে যে কোনো নাগরিককে আধার কার্ড তৈরি করার জন্য আধার কেন্দ্র অথবা যে সকল ব্যাঙ্ক অথবা আধার তৈরি হয় এমন কেন্দ্রে যেতে হয়। শিশুদের আধার কার্ড তৈরি করার ক্ষেত্রেও একই পদ্ধতি অবলম্বন করতে হয়। যে কারণে শিশুদের আধার কেন্দ্রে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সম্মুখীন হন অভিভাবকরা। এই সমস্যা দূর করতেই কেন্দ্রের নয়া পরিকল্পনা।

UIDAI পরিকল্পনা করছে হাসপাতলে সদ্যোজাত শিশু জন্মগ্রহণের সঙ্গে সঙ্গেই তার আধার কার্ড তৈরি করে দেওয়ার। এমনকি এই নতুন পরিকল্পনার মধ্যে বায়োমেট্রিক সংযুক্ত করার পরিকল্পনাও গ্রহণ করছে। এই পরিকল্পনা বাস্তবায়িত করার জন্য সংস্থার তরফ থেকে হাসপাতালের বার্থ রেজিস্টারের সঙ্গে সংযুক্ত হয়ে পরিষেবা প্রদানের পরিকল্পনা গ্রহণ করছে। এই পরিকল্পনা বাস্তবায়িত হলেই শিশুদের আধার কার্ড তৈরি করা নিয়ে সমস্যা এক নিমেষে দূর হয়ে যাবে।

UIDAI-এর সিইও সৌরভ গর্গ জানিয়েছেন, ভারতে প্রতিদিন গড়ে ২.৫ কোটি শিশুর জন্ম হয়ে থাকে। এই পরিস্থিতিতে পরিকল্পনা করা হচ্ছে সদ্যোজাত শিশু হাসপাতালে জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গেই তার ছবি তুলে আধার কার্ড করে দেওয়ার। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে শিশুর বাবা-মায়ের অনেক সময় বাঁচবে।