Alipore Zoo: রাজ্যের পর্যটন কেন্দ্রগুলির মধ্যে অন্যতম কেন্দ্র হল আলিপুর চিড়িয়াখানা। যেখানে শীতকালে উপচে পড়া ভিড় দেখা যায় পর্যটকদের। এবার সেই আলিপুর চিড়িয়াখানা নিয়ে এক নয়া পরিকল্পনা করল হিডকো। চিড়িয়াখানায় আগত নতুন অতিথিদের জন্য উন্নত মানের কোয়ারেন্টাইনের ব্যবস্থার চিন্তাভাবনা করলো হিডকো। ইতিমধ্যেই দেখা হয়ে গিয়েছে জমি। খুব শীঘ্রই সেই কাজ শুরু হবে বলে জানিয়েছে সংস্থা। কোথায় তৈরি হবে এই কোয়ারেন্টাইন? কি কারনেই বা এই নয়া সিদ্ধান্ত হিডকোর?
খবর রয়েছে আলিপুর চিড়িয়াখানার জমিতে একটি পিপিডি মডেলে বাণিজ্যিকীকরণ করছে হিডকো। যে কারণে বনদপ্তরকে বেশ কয়েক কাঠা জমি ছাড়তে হয়েছে। আর সেই জমি ছাড়ার কারণেই সংস্থা চিড়িয়াখানার বিকল্প জমিতে কোয়ারেন্টাইন তৈরি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আলিপুর চিড়িয়াখানার (Alipore Zoo) কোন জায়গায় এই কোয়ারেন্টাইনের ব্যবস্থা করবে হিডকো?
আলিপুর চিড়িয়াখানার বিপরীতেই রয়েছে একটি মহিলা সংশোধনাগার। আর সেই সংশোধনাগারের কাছেই রয়েছে বনদপ্তরের জমি। যেখানে রয়েছে পশু-পাখিদের হাসপাতাল এবং অ্যাকুরিয়াম। সাথে বনদপ্তরের কর্মী আধিকারিক এবং প্রাণী চিকিৎসকদের জন্য রয়েছে কোয়ার্টার। তার পাশেই রয়েছে বেশ কিছুটা জমি। যেখানে পিপিডি মডেলের বাণিজ্যিকীকরণ করছে হিডকো। এর জন্য প্রায় আড়াইশো কাঠা জমি ছাড়তে হয়েছে বনদপ্তরকে। আর এই জমি বরাত করার কারণে ওই বিকল্প জমিতে ২০০০ বর্গমিটারের কোয়ারেন্টইনের ব্যবস্থা করতে হবে হিডকোকে। কেন এই জমি নিয়েছেন সংস্থা?
আরও পড়ুন: ৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে ইকো পার্ক, জানালো মধ্যমগ্রাম পুরসভা
জানা গিয়েছে, হিডকোর নেওয়া এই বনদপ্তরের জমিতে বহুতল নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। যেখানে বিভিন্ন সরকারি জিনিসপত্র বিক্রির স্টল নির্মাণ করা হবে। এটা একটি ফ্লোর জুড়েই নির্মিত হবে। অন্যদিকে বাকি ফ্লোরগুলিতে অন্যান্য বেসরকারি ব্যবসায়ীরা তাদের ব্যবসা করার জন্য নিতে পারেন। অর্থাৎ এই পিপিডি মডেল বাণিজ্যিকীকরণের মূল লক্ষ্য হলো রাজস্ব আয়। সেই কারণেই রাজ্য সরকার তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আর তার পরিবর্তে বনদপ্তরকে কোয়ারেন্টাইন সেন্টারের ব্যবস্থার চিন্তাভাবনা করেছে হিডকো। এই কোয়ারেন্টাইন পেলে কি সুবিধা হবে বনদপ্তরের?
বনদপ্তর তরফে রাজ্য সরকারকে জমি ছাড়ার ফলে তারা যে কোয়ারেন্টাইন পাবে তাতে চিড়িয়াখানার (Alipore Zoo) বিশেষ সুবিধা হবে বলেই জানা যাচ্ছে। কারণ বনদপ্তরে আগত নতুন পশু-পাখিরা অনেক সময় ভাইরাস বহন করে আনে। যে কারণে বেশ কিছুদিন তাদের কোয়ারেন্টাইনে রাখার নিয়ম রয়েছে। কিন্তু আলিপুর চিড়িয়াখানায় (Alipore Zoo) কোয়ারেন্টাইন সেন্টার না থাকার কারণে তাদের আইসোলেশন ইউনিটে রাখা হয়। যা বেশ ঝুঁকিপূর্ণ। তাই এই কোয়ারেন্টাইন সেন্টারের ব্যবস্থা হলে নতুন পশু-পাখিদের রাখার ব্যবস্থা নিয়ে কোনো ঝুঁকি থাকবে না। কোয়ারেন্টাইনের সময় শেষ হলে ভালোভাবে বাইরে নিয়ে আসা যাবে। যা আলিপুর চিড়িয়াখানার জন্য বিশেষ একটি সুবিধা হবে।