Rare Rabbit Species: পৃথিবীর বুকে ১২০ বছর পর এক বিরল প্রাণীর অস্তিত্ব সামনে এলো! কে সেই প্রাণী?

বিশ্বের সবচেয়ে প্রাচীনতম ভয়ানক প্রাণী ছিল ডাইনোসর। কোটি কোটি বছর পূর্বে ডাইনোসরের অস্তিত্ব ছিল পৃথিবীর বুকে। এবার অন্য এক বিরল প্রজাতির প্রাণীর সন্ধান মিললো পৃথিবীর মাটিতে। ১২০ বছর আগে পৃথিবী থেকে এই প্রাণীর অস্তিত্ব হারিয়ে গিয়েছিল। তবে আবার নাগাল মিললো সেই বিরল প্রজাতির প্রাণীর। তবে এবার সেই প্রাণী আগের মতো নেই, আরও শক্তিশালী রূপে ধরা দিয়েছে এই ধরিত্রীতে। বিজ্ঞানীরা এর কারণ সম্পর্কে জানতে চাইছেন।

এই বিরল প্রজাতির প্রাণীর নামও বেশ খটোমটো। এটি হল অমিটেলেমি কটনটেল ব়্যাবিট যাকে সহজে বলা যেতে পারে খরগোশ। পৃথিবীর বুক থেকে বহু বছর পূর্বে এরা বিলুপ্ত হয়ে গিয়েছিল। পৃথিবীতে নিজেদের জায়গা টিকিয়ে রাখতে পারেনি তারা সেইসময়। তবে আবার সন্ধান মিলেছে এই প্রাণীগুলির। যা নিয়ে কার্যত হৈচৈ পড়ে গিয়েছে বিজ্ঞান মহলে।

আরও পড়ুন: River Bridge: যোগাযোগ ব্যবস্থা ঢেলে সাজানো হচ্ছে! বিকল্প সেতু নির্মাণ কংসাবতী-শিলাবতীর ওপর

এই বিরল প্রাণীর অস্তিত্ব কোথায় মিললো জানেন? জানা গিয়েছে মেক্সিকোর একটি জঙ্গল থেকে আবারও এদের দেখা মিলেছে। এই প্রাণীগুলি সাধারণ খরগোশের চেয়ে বেশ খানিকটা বড়। তাই এরা অনেক বেশী শক্তিশালী সাধারণ খরগোশের থেকে। তবে এবার বিশেষজ্ঞদের কপালে পড়েছে চিন্তার ভাঁজ। কারণ কী ভাবে এরা আবার ফিরে এলো সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে তাদের মনে। এই বিরল প্রজাতির খরগোশগুলি পরিবেশের ভারসাম্য রক্ষার্থে ভীষণ ভালো ভূমিকা পালন করতো।

যদিও আগে এদের শারীরিক গঠন এমন ছিলনা। আকারে এরা সাধারণ খরগোশের মতছোটোই ছিল। তবে এবার তারা ফিরেছে এক অন্য শক্তিশালী রূপ নিয়ে। গবেষকদের এখন নাজেহাল অবস্থা পৃথিবীর বিবর্তনের নীতি নিয়ে। তাদের মত অনুযায়ী পৃথিবীর বুক থেকে বিলুপ্ত হওয়া প্রাণীরা ফেরত আসার মানে হল নতুন করে আবার বিবর্তনের খেলা তৈরি করা। তাই যেকোনো সময় যেকোনো বিরাট আকারের প্রাণী বিবর্তনের খেলায় আবারও পৃথিবীর বুকে ধরা দিতে পারে।

জানা গিয়েছে, এই বিরল প্রজাতির প্রাণী স্বভাবে খুব শান্ত সরল প্রকৃতির হয়ে থাকে। যে কারণে অনায়াসে শিকারীর ফাঁদে পা দিয়ে ফেলে এই খরগোশরা। জঙ্গলে বসবাসকারী নানান প্রাণী যেমন সাপ, পেঁচা, হায়নার রোজের খাদ্য হতে হতে এরা বিলুপ্তির পথে পাড়ি দিয়েছিল। এদের অস্বস্তি আবার সামনে আসতেই ঘোর বিপদের আশঙ্কা করছেন গবেষকরা। পৃথিবীর বুকে বহু বছর আগের প্রাণীরা ফিরে এলে তারা দ্বিগুণ ক্ষমতার অধিকারী হয়ে ফেরে এমনটাই বিবর্তনের নিয়ম। এর পিছনে কোনও রহস্য দানা বাঁধছে কিনা তা এখনো স্পষ্ট নয়। তবে বিবর্তনের এমন খেলা চলতে থাকলে বহু বিরল প্রজাতির প্রাণী সহ সুবিশাল ডাইনোসরেরও দেখা মেলার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।