Airtel গ্রাহকদের মাথায় হাত, অনেকটাই বাড়ল রিচার্জ খরচ

নিজস্ব প্রতিবেদন : বর্তমানে ভারতে যে সকল টেলিকম সংস্থা রমরমিয়ে বাজার করছে তাদের মধ্যে অন্যতম টেলিকম সংস্থা হল Airtel। গ্রাহক সংখ্যা নিরিখে এই টেলিকম সংস্থা ভারতে দ্বিতীয় বৃহত্তম টেলিকম সংস্থা। টেলিকম সংস্থাগুলির গ্রাহক সংখ্যার তালিকায় Jio প্রথম স্থান অধিকার করে থাকলেও এয়ারটেলের জনপ্রিয়তা যথেষ্ট রয়েছে।

দেশের দ্বিতীয় এই বৃহত্তম টেলিকম সংস্থা দীর্ঘদিন ধরেই নতুন করে তাদের রিচার্জ খরচ বৃদ্ধি করবে এমনই জল্পনা চলছিল। অবশেষে সেই জল্পনাকে বাস্তবায়িত করে দিল তারা। সংস্থার নতুন সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এয়ারটেল গ্রাহকদের রিচার্জ খরচ অনেকটাই বেড়ে গেল। রিচার্জ খরচ বেড়ে যাওয়ার ফলে স্বাভাবিকভাবেই মাথায় হাত পড়তে শুরু করেছে এয়ারটেল গ্রাহকদের।

সংস্কার তরফ থেকে আপাতত একটি রিচার্জ প্ল্যানের ক্ষেত্রে খরচ অনেকটাই বৃদ্ধি করা হয়েছে। তবে আগামী দিনে অন্যান্য রিচার্জ প্ল্যানগুলির ক্ষেত্রেও এমন পদক্ষেপ নেওয়া হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। এই সংশয় থেকে এয়ারটেল গ্রাহকরা এখন দুশ্চিন্তার মধ্যে রয়েছেন।

সম্প্রতি এয়ারটেলের তরফ থেকে ৯৯ টাকার রিচার্জ প্ল্যানের খরচ বৃদ্ধি করা হয়েছে। বলাই বাহুল্য সংস্থার তরফ থেকে এই রিচার্জ প্ল্যানটি বন্ধ করে দেওয়া হলো। বর্তমানে এয়ারটেল গ্রাহকরা আর ৯৯ টাকা রিচার্জ করতে পারবেন না। পরিবর্তে গ্রাহকদের রিচার্জ করতে হবে ১৫৫ টাকা। নতুন এই সিদ্ধান্তের ফলে গ্রাহকদের এই রিচার্জের পিছনে ৫৬ টাকা বেশি খরচ করতে হবে।

আগে ৯৯ টাকা রিচার্জ করলে গ্রাহকরা ৯৯ টাকার টকটাইম পেতেন এবং ২৮ দিনের ভ্যালিডিটি পাওয়া যেত। এখন নতুন সিদ্ধান্ত অনুযায়ী গ্রাহকদের ন্যূনতম ১৫৫ টাকা রিচার্জ করতে হবে। তবে ১৫৫ টাকার রিচার্জ করা হলে গ্রাহকরা আনলিমিটেড কথা বলার সুযোগ পাবেন যে কোন নেটওয়ার্কে। এর সঙ্গে পাওয়া যাবে ১ জিবি ডেটা এবং ৩০০ টি এসএমএস। এই রিচার্জ প্ল্যানের বৈধতা ২৮ দিন।