সূরাপ্রেমীদের জন্য সুখবর, রাজ্যে খুলছে মদের দোকান, রইলো সময়

নিজস্ব প্রতিবেদন : করোনা সংক্রমণ ঠেকাতে মে মাসের প্রথম দিন থেকেই রাজ্যে জারি হয় আংশিক লকডাউন। পরবর্তীতে ১৬ মে থেকে এই লকডাউনের ক্ষেত্রে আরো কঠোর বিধি-নিষেধ জারি করা হয়। নির্দেশিকা অনুযায়ী কেবলমাত্র জরুরী পরিষেবা এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ছাড়া বাকি সমস্ত দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। আর এর সাথে সাথেই বন্ধ হয়ে যায় মদের দোকান।

অন্যদিকে কঠোর এই বিধি-নিষেধ ৩১ মে শেষ হওয়ার কথা থাকলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তা আরও ১৫ দিনের জন্য বাড়িয়ে দেন। অর্থাৎ এই কঠোর বিধিনিষেধ চলবে ১৫ জুন পর্যন্ত। তবে এই তৃতীয় পর্যায়ে মুখ্যমন্ত্রী আরও বেশ কিছু ছাড় দেন। যেমন খুচরো বিক্রেতাদের জন্য দোকান খোলার অনুমতি দেন তিনি। জানানো হয় স্বাস্থ্যবিধি মেনে দুপুর ১২ টা থেকে দুপুর ৩ টে পর্যন্ত খুচরো বিক্রেতারা তাদের দোকান খুলে রাখতে পারবেন। আর এই ঘোষণার সাথে সাথে খুলে যাচ্ছে মদের দোকান।

জানা গিয়েছে, ১ জুন থেকে করোনা স্বাস্থ্যবিধি মেনে কলকাতা সহ রাজ্যের প্রতিটি জায়গায় দুপুর ১২ টা থেকে দুপুর ৩ টে পর্যন্ত মদের দোকান খোলা রাখতে পারবেন মদ বিক্রেতারা। আবগারি দপ্তরের একটি নির্দেশিকায় জানা গিয়েছে, ফরেন লিকার অফশপগুলিকে খুচরো দোকানের মধ্যে ধরা হচ্ছে। তবে মদ বিক্রির ক্ষেত্রে রিটেল শপ খেলার অনুমতি দিলেও আগের মতোই বন্ধ থাকবে বার এবং রেস্তোরাঁ।