এসে গেল মাস্কড আধার কার্ড, আপনার তথ্য থাকবে সুরক্ষিত

নিজস্ব প্রতিবেদন : আধার কার্ড বর্তমানে এমন গুরুত্বপূর্ণ নথি হয়ে দাঁড়িয়েছে যে রেশন তোলা থেকে শুরু করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এমনকি ভ্যাকসিন নিতে গেলেও এই আধার কার্ড প্রয়োজন। আধার কার্ডের প্রয়োজনীয়তা যত বেড়ে চলেছে ঠিক ততটাই এর অপব্যবহার নিয়ে ঝুঁকি তৈরি হচ্ছে। আর এবার সেই সকল ঝুঁকি থেকে রক্ষা করতে UIDAI নিয়ে এলো মাস্কড আধার কার্ড। যা আপনার তথ্যকে রাখবে সুরক্ষিত।

মাস্কড আধার কার্ড হলো এমন একটি ব্যবস্থা যাতে করে গ্রাহকদের আধার কার্ডের পুরো নম্বর দেখাবে না। অর্থাৎ আধার কার্ডের ১২ ডিজিট নম্বরের মধ্যে দেখাবে শেষের ৪ ডিজিট। এতে আপনার ডাউনলোড করা ই-আধার কার্ড কোনভাবে কারোর হাতে পরলেও তিনি তা ব্যবহার করতে পারবেন না। আর আধার কার্ড ব্যবহার না করতে পারলে স্বাভাবিকভাবেই সুরক্ষিত থাকবে আপনার তথ্য।

মাস্কড আধার কার্ড ডাউনলোড করার পদ্ধতি

মাস্কড আধার কার্ড ডাউনলোড করার জন্য গ্রাহকদের যেতে হবে https://uidai.gov.in/ অর্থাৎ UIDAI এর অফিশিয়াল ওয়েবসাইটে।

সেখানে ‘Get Aadhaar’ বিকলপ এর মধ্যে বেছে নিতে হবে ‘Download Aadhaar’ বিকল্পটি। এই বিকল্পটি বেছে নেওয়ার সাথে সাথে চলে যাবে নতুন একটি পেজ। যেখানে আপনার আধার নম্বর অথবা এনরোলমেন্ট নম্বর অথবা ভার্চুয়াল আইডি নম্বরের মধ্যে যেকোন একটি দিতে হবে।

তারপর দিতে হবে ক্যাপচা কোড। ক্যাপচা কোড দেওয়ার পরেই টিক দিতে হবে ‘I want a masked Aadhaar?’ অপশনে। তারপর ‘Send OTP’ অপশনে ক্লিক করতে হবে। আধার কার্ডের সাথে থাকা আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে যে ওটিপি আসবে সেই একটি নির্দিষ্ট জায়গায় দিতে হবে। এইভাবে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাওয়ার পর ডাউনলোড হয়ে যাবে আপনার মাস্কড আধার কার্ড।

এই মাস্কড আধার কার্ড এর গ্রহণযোগ্যতা নিয়ে কোনোরকম সন্দেহ নেই। আপনি এই আধার কার্ড যেকোনো জায়গায় ব্যবহার করতে পারবেন।

এখন যে মাস্কড আধার কার্ডটি ডাউনলোড হবে সেটি সম্পূর্ণ পাসওয়ার্ড প্রোটেক্টেড থাকবে। অর্থাৎ আপনি যদি ওই আধার কার্ডের সম্পূর্ণ নম্বর এবং অন্যান্য তথ্য দেখতে চান তাহলে আপনাকে পাসওয়ার্ড দিয়ে তা খুলতে হবে। পাসওয়ার্ড হবে আপনার নামের প্রথম চার অক্ষর এবং আপনার জন্ম সাল। উদাহরণস্বরূপ, নাম SHYAMALI DAS এবং জন্ম 1985 সাল হয়ে থাকলে পাসওয়ার্ড হবে ‘SHYA1985’।

মাস্কড আধার কার্ডটি খুললেই দেখা যাবে আপনার আধার নম্বরের শেষ ৪ ডিজিট রয়েছে এবং ঠিক তার নিচে রয়েছে একটি ভার্চুয়াল আইডি। এখন আপনি কোন জায়গায় আপনার আধার ব্যবহার করতে চাইলে আপনাকে ওই ভার্চুয়াল আইডি দিতে হবে।