‘অনুপ্রবেশকারীদের তাড়ানো হবে, শরণার্থীদের নয়’, NRC নিয়ে কলকাতায় ঘোষণা অমিত শাহের

নিজস্ব প্রতিবেদন : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ কলকাতায় উপস্থিত হয়ে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এনআরসি নিয়ে মমতা ব্যানার্জিকে কটাক্ষ করেন। এনআরসি ইস্যুতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন, “এনআরসি নিয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। দিদি বলছেন এনআরসি হতে দিবো না, আর আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি দেশে কোন অনুপ্রবেশকারীকে থাকতে দিবো না। প্রত্যেক অনুপ্রবেশকারীকে দেশের বাইরে যাওয়ার দরজা দেখাবো। তবে একজন শরণার্থীকেও এখান থেকে যেতে হবে না।”

এছাড়াও তিনি আজ মমতা ব্যানার্জি রাজনৈতিক অবস্থান নিয়ে কটাক্ষ করে বলেন, “যখন এরাজ্যে সিপিআইএম ছিল তখন মমতা ব্যানার্জি অনুপ্রবেশকারীদের তাড়ানোর কথা বলতেন। আর আজ তিনি ক্ষমতায় এসেছেন, আর তিনি তাদের রাজ্যে রাখতে চাইছেন। কারণ এরাই দিদিকে ভোট দেয়।”

কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আজ বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ জানান, “হিন্দু, শিখ, বৌদ্ধ শরণার্থীদের জানাতে চাই, আপনাদের কাউকে দেশ ছেড়ে যেতে হবে না। কেন্দ্র এ বিষয়ে আপনাদের জোর করবে না, গুজবে কান দেবেন না। এনআরসির আগে আমরা নাগরিক সংশোধনী বিল আনবো। যে বিল এই সকল মানুষদের ভারতের নাগরিকত্ব পেতে সাহায্য করবে।”

প্রসঙ্গত, কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের এই অনুষ্ঠানে অমিত শাহের উপস্থিতিতে আজ সব্যসাচী দত্ত বিজেপির পতাকা হাতে নিয়ে বিজেপিতে যোগদান করেন।