কবে হবে তৃণমূল সরকারের পতন! সিউড়িতে ভবিষ্যৎবাণী করলেন অমিত শাহ

নিজস্ব প্রতিবেদন : ২৪ এর লোকসভা (Lok Sabha) নির্বাচনের আগাম প্রচার শুরু হয়ে গেল শুক্রবার। বাংলা বছরের শেষ দিনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Union Home Minister Amit Shah) ২৪ এর লোকসভা নির্বাচনের প্রচার ঘন্টা বাজিয়ে দিলেন সিউড়ির বেনীমাধব ইনস্টিটিউশন ময়দানে। এদিন অমিত শাহ এখানে জনসভা করার পাশাপাশি তৃণমূল সরকারের পতনের দিনক্ষণ ঘোষণা করে দিলেন।

তৃণমূল সরকারের তরফ থেকে কেন্দ্রের বিরুদ্ধে যে সকল বঞ্চনার অভিযোগ তোলা হচ্ছে সেই সমস্ত অভিযোগ নস্যাৎ করে দিয়ে তৃণমূলের দুর্নীতিকে সামনে তুলে ধরেন। এর পাশাপাশি বাংলার উন্নয়নের জন্য কেন্দ্রের যে ভূমিকা সেই ভূমিকার খতিয়ান তুলে ধরতে দেখা যায় অমিত শাহকে। শুধু তাই নয় বাংলার মুখ্যমন্ত্রীকে হিটলার এবং তৃণমূল সরকারকে হিটলারের শাসনের সঙ্গে তুলনা করা হয়।

অমিত শাহ এদিন জানান, বাংলার উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্য নয়। তার একমাত্র লক্ষ্য হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করা। তবে সাধারণ মানুষ ভোট বাক্সে এর সঠিক জবাব দেবেন। এর পাশাপাশি অমিত শাহ এদিনের এই জনসভা থেকে জানিয়ে দেন, ফের দেশের প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদি।

এর পাশাপাশি এদিনের এই জনসভা থেকে অমিত শাহ হুংকার দিয়ে জানিয়ে দেন, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে যদি বাংলার মানুষ বিজেপিকে ৩৫টি আসনে জয়যুক্ত করে তাহলে ২০২৫ সালের মধ্যে পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল উৎখাত হয়ে যাবে। অমিত শাহের এদিনের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে বিজেপি কর্মী সমর্থকরা যেমন রাজ্যে সরকার গঠন করার বিষয়ে আশার আলো দেখছেন ঠিক সেই রকমই তৃণমূল ষড়যন্ত্রের আভাস পাচ্ছে।

প্রসঙ্গত, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপির তরফ থেকে বঙ্গে জোরদার প্রচার করা হয়েছিল। সেই প্রচারের ফলস্বরূপ বাংলায় ১৮ টি আসনে জয়যুক্ত হয় তারা। তবে উল্লেখযোগ্য বিষয় হলো অনুব্রত গড়ে দুটি লোকসভার একটিও দখল করতে পারেনি বিজেপি। এবার অনুব্রতহীন বীরভূমের জমিকে কাজে লাগাতে চাইছে বিজেপি এবং এই কেষ্টগড় থেকেই বেজে গেল লোকসভার প্রচার ঘন্টা।