ব্যবসা করে দিনে আয় ১০ কোটি টাকা! ইডির নজরে অনুব্রত ঘনিষ্ঠ এই ব্যবসায়ী

নিজস্ব প্রতিবেদন : গরু পাচার কাণ্ডে গত বছর গ্রেফতার হন বীরভূমের বেতাজ বাদশা অনুব্রত মন্ডল (Anubrata Mondal)। তাকে সিবিআই তার বাড়ি থেকে গ্রেপ্তার করে নিয়ে যায়। পরে আসানসোল এবং আসানসোল থেকে এখন ইডির হাত ধরে তার ঠাঁই হয়েছে তিহার জেলে (Tihar Jail)। অনুব্রত মণ্ডলের গ্রেপ্তার হওয়ার সঙ্গেই যে তদন্ত শেষ হয়েছে এমন নয়, তদন্ত চলছে এবং তদন্তে উঠে আসছে একের পর এক অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠদের নামও।

তদন্তকারী অফিসাররা এবার অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ এই রকমই এক ব্যবসায়ীর খোঁজ পেয়েছেন বলে জানা যাচ্ছে সূত্র ফল। ওই ব্যবসায়ী ব্যবসা করে দিনে আয় করে থাকেন ১০ কোটি টাকা। বীরভূমের মত জেলায় ব্যবসা করে দিনে ১০ কোটি টাকা রোজগারের বিষয়টি শুনলে স্বাভাবিকভাবেই ভিমড়ি খেতে হয়।

অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ এমন কোটিপতি ব্যবসায়ী আবার নাকি অনুব্রত মণ্ডলের আইনজীবীদের জন্য যে টাকা খরচ হচ্ছে তার যোগান দিচ্ছেন। এই সকল কারণেই নাকি তিনি তদন্তকারী সংস্থার নজরে আসতে পারেন বলে জানা যাচ্ছে সূত্র মারফত। এখন প্রত্যেকের মধ্যেই কৌতূহল জন্মাচ্ছে এমন ব্যবসায়ী কে? তার কিসের ব্যবসা রয়েছে?

দিনে ১০ কোটি টাকা রোজগার করা ওই ব্যবসায়ী হলেন অনুব্রত মণ্ডলের অতি ঘনিষ্ঠ টুলু মন্ডল (Tulu Mondal)। তিনি একজন পাথর ব্যবসায়ী এবং তার মহঃবাজার ব্লকের বিভিন্ন জায়গায় পাথর খাদান থেকে শুরু করে ক্যাসার, কয়েক ডজন গাড়ি ইত্যাদি রয়েছে। তবে এর পাশাপাশি তার বিরুদ্ধে অভিযোগ, অবৈধ পাথর চালানের ব্যবসার সঙ্গেও নাকি তিনি যুক্ত।

তবে অবৈধ পাথর চালানের সঙ্গে কেবলমাত্র টুলু মন্ডল যুক্ত এমন নয়, এর পাশাপাশি যুক্ত রয়েছেন অনেকেই। অনুব্রত মণ্ডলের প্রশ্রয়েই নাকি এই চক্র চলত। তারা এখন ফুলেফেঁপে উঠেছেন এবং অনুব্রত মণ্ডলের অবদান তারা ভুলতে পারেননি। অনুব্রত মণ্ডল জেল বন্দি থাকা এবং তার বিভিন্ন অ্যাকাউন্ট ফ্রিজ করা সত্ত্বেও কিভাবে এত এত টাকা আইনজীবীদের পিছনে খরচ করা হচ্ছে সেই তদন্তে নামেন তদন্তকারী আধিকারিকরা। তখনই এমন বিস্ফোরক সব তথ্য তাদের সামনে আসে বলে জানা যাচ্ছে। যদিও এসবের পরিপ্রেক্ষিতে টুলু মন্ডলের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।