লিখেছিলেন অনুব্রতর জীবনী নিয়ে বই ‘খেলা হবে’, সেই লেখককেই জেরা করল CBI

নিজস্ব প্রতিবেদন : গরু পাচার কাণ্ডে যুক্ত থাকার অভিযোগে চলতি বছর রাখি পূর্ণিমার দিন অনুব্রত মণ্ডলকে বাড়ি থেকে গ্রেফতার করেন সিবিআই আধিকারিকরা। তার গ্রেফতার হওয়ার পর তাকে কিছুদিন সিবিআই হেফাজতে রাখার পর বর্তমানে তার ঠাঁই হয়েছে জেলে। অন্যদিকে সিবিআই আধিকারিকরা এই মামলায় একের পর এক অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠদের তলব করছেন এবং জেরা করছেন। এবার এই তালিকায় নাম চন্দ্রনাথ ব্যানার্জির।

চন্দ্রনাথ ব্যানার্জী একজন প্রবীণ সাংবাদিক হওয়ার পাশাপাশি লেখক। তিনি অনুব্রত মণ্ডলের জীবনী নিয়ে একটি বই লিখেছেন, যে বইয়ের নাম ‘খেলা হবে’। বইটির কয়েক মাস আগে উদ্বোধন হয় এবং সেই বই উদ্বোধন করতে জেলায় এসেছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

অনুব্রত মন্ডলের জীবনী লেখার সক্ষমতা রয়েছে এবং তার সঙ্গে ঘনিষ্ঠতার পরিপ্রেক্ষিতেই তাকে বৃহস্পতিবার শান্তিনিকেতনের অস্থায়ী সিবিআই ক্যাম্পে ডেকে পাঠানো হয় এবং বেশ কিছুক্ষণ জেরা করার পর তাকে ছেড়ে দেওয়া হয়। অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ এই সাংবাদিকের থেকে সিবিআই আধিকারিকরা বেশ কিছু তথ্য জানতে চান বলে দাবি করেছেন চন্দ্রনাথ ব্যানার্জি। এর মধ্যে উল্লেখযোগ্য হল, অনুব্রত মণ্ডলের সঙ্গে কোন কোন সাংবাদিকের ঘনিষ্ঠতা রয়েছে এবং তাদের সঙ্গে কোন লেনদেন হয় কিনা ইত্যাদি।

শান্তিনিকেতনের অস্থায়ী সিবিআই ক্যাম্পে বৃহস্পতিবার সকাল থেকে সিবিআই আধিকারিকদের থাকতে দেখা গেলেও সেই ভাবে সক্রিয়তা দেখা যায়নি। তবে একটু বেলা গড়াতেই দেখা যায় একের পর এক অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠদের তলব করে সেখানে ডেকে পাঠাতে।

এদিন যে সকল অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠরা সিবিআই তলব পেয়ে অস্থায়ী ক্যাম্পে আসেন তাদের মধ্যে চন্দ্রনাথ ব্যানার্জি ছাড়াও ছিলেন অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ তৃণমূল নেতা তথা বোলপুর পৌরসভার চেয়ারম্যানের স্বামী সুদীপ্ত ঘোষ এবং বোলপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঙ্গীতা দাসের স্বামী বাবু দাস।