এসআইআর হেয়ারিং প্রক্রিয়া চলাকালীন দিকে দিকে সাধারণ মানুষদের হয়রানি হচ্ছে এমন অভিযোগ তুলে ময়দানে নেমেছে তৃণমূল। আর এই ধরনের ঘটনার প্রতিবাদেই বুধবার বীরভূমের দুবরাজপুর বিধানসভার দুবরাজপুর এবং খয়রাশোলের পাঁচরাতে পরপর দুটি জনসভা করলেন বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। তার এই জনসভাতেই পাচড়ায় ৪০০ জন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন বলে দাবি করছে তৃণমূল।
অন্যদিকে এই জনসভাতেই অনুব্রত মণ্ডল বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, তোমরা একটা জনসভা করো, আমরা একটা জনসভা করবো। যদি আমাদের থেকে তোমাদের লোকসংখ্যা বেশি হয় তাহলে কোন ক্যানডিডেট দেব না।
এসব চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ার মধ্যেই অনুব্রত মণ্ডল এসআইআর সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলতে গিয়ে জানান, এসআইআর হওয়ার পরেই এনআরসি হবে।
আরও পড়ুনঃ সরু না চওড়া! রাস্তা তৈরি নিয়ে গ্রামবাসীদের বিবাদ, মাঝে পড়ে কাজ নিয়ে সমস্যায় ঠিকাদার
এছাড়াও ভোটারদের নাম বাদ দিয়ে বিজেপি ভোটে জয়লাভ করতে চাইছে বলে দাবি করেন তিনি। আর এর পরিপ্রেক্ষিতে বলেন, ঘরে বসে ওইসব কারচুপি করে লাভ নেই। ময়দানে এসে লড়ো। আমরা ভয় পাই না। একবিন্দু ভয় পায় না। আড়াই বছর জেল খেটেছি জেলের ভয় পাইনা।
অন্যদিকে দুবরাজপুরের সভা থেকে অনুব্রত মণ্ডল নিজের কথা বলতে গিয়ে বলেন, আমি এমপি এমএলএ কাউন্সিলর হতে চাই নি। আমি আপনাদের মত সাধারণ কর্মী।
এবার আসা যাক দুবরাজপুর বিধানসভার আগামী দিনের ফলাফল কি হবে তা নিয়ে? কেননা বীরভূমের একমাত্র বিধানসভা যে বিধানসভায় জয়লাভ করেছে বিজেপি। এই প্রসঙ্গে অনুব্রত মণ্ডল বলেন, ওটা পরের কথা এবারে জিতব।
