কেষ্ট-কাজল ভূমে ৯-০ তে হেরে ক্লিন বোল্ড হলো তৃণমূল, আর এই ক্লিন বোল্ড হওয়ার বিষয়টি জানেনই না বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। ভাবতে অবাক লাগছে? অনুব্রত মণ্ডলের মুখ থেকে পাওয়া উত্তর সত্যিই অবাক করছে বহু মানুষকে।
১৫ বছর পর বীরভূমের ময়ূরেশ্বর বিধানসভার অন্তর্গত ময়ূরেশ্বর ২ নম্বর ব্লকের কুন্ডলা গ্রাম পঞ্চায়েতের ইটাহাট সমবায় সমিতিতে ভোট হয় গত রবিবার। যে ভোটের ফলাফল বের হতেই দেখা যায় বিজেপি সমর্থিত ৯ জন প্রার্থীই জয়লাভ করেছে। একটিও আসন পাইনি তৃণমূল সমর্থিত প্রার্থীরা।
আরও পড়ুন: জলের তোড়ে ভাসল কজওয়ে! বিচ্ছিন্ন দ্বীপে পরিণত হলো ১০টি গ্রাম
কৃষি সমবায় সমিতির নির্বাচনে এমন ফলাফল বিধানসভা ভোটের আগে রীতিমত শোরগোল ফেলেছে রাজ্যজুড়ে। তবে শোরগোল ফেললেও অনুব্রত মণ্ডল কিন্তু এই জয় পরাজয় নিয়ে কিছুই জানেন না বলেই দাবি করেছেন।
দিন দুয়েক আগে অনুব্রত মণ্ডল লাভপুরের ফুল্লরা মন্দিরে যান ফুল্লরা মায়ের পুজো দিতে। সেখানে পুজো দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হলে তাকে এই নির্বাচন নিয়ে প্রশ্ন করা হয় এবং সেই প্রশ্ন শুনেই তিনি বলেন, তিনি কিছু জানেন না।