২০২১ সালের নির্বাচনে রাজ্যে পালাবদল হবে এমনটাই অনেকে মনে করেছিলেন। তবে সেই অনুমানকে মিথ্যা প্রমাণ করে পুনরায় বিপুল সংখ্যক আসন নিয়ে সরকারের ফেরে তৃণমূল। আর এবার দেখতে দেখতে পাঁচ বছর পূরণ হতে চলল। ফের ২০২৬ সালে রয়েছে রাজ্যে বিধানসভা নির্বাচন। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি এখন থেকেই এক প্রকার শুরু করে দিল শাসক দল তৃণমূল।
তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শনিবার বীরভূম জেলা তৃণমূল কোর কমিটি একটি বৈঠক করে এবং সেই বৈঠক থেকে ঘরে ঘরে তৃণমূল কর্মীরা যাবে এমনটাই জানালেন বীরভূম জেলার তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। মূলত দুটি কাজের লক্ষ্য নিয়েই তারা পৌঁছে যাবেন বাড়ি বাড়ি। এই বিষয়েই এদিন সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন অনুব্রত মণ্ডল।
আরও পড়ুন: Ilegal Sand Smuggling: মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরও অবাধে বালি লুঠ বীরভূমে!
কোথাও কোন ভুয়ো ভোটার রয়েছে কিনা সেই বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন অনুব্রত মণ্ডল। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরিপ্রেক্ষিতেই এমন কাজ করা হবে। এই বিষয়ে অনুব্রত মণ্ডল জানান, “এটা ২৪-২৫ এর ভোটার লিস্ট। ২৫-২৬ এর ভোটার লিস্ট আর একটা বেরোবে। তখন আমরা আবার সার্চিং করে দেখে নেব। দেখে নেব কোথাও কোন ভুয়ো ভোটার আছে কিনা।”
আগামী ৮ মার্চের মধ্যে এই তালিকা দেখে নেওয়া হবে এবং স্ক্রুটিনি করে তা রাজ্যে পাঠিয়ে দেওয়া হবে বলে জানান অনুব্রত মণ্ডল। এর জন্য পুনরায় ৮ মার্চ একটি বৈঠক করা হবে বোলপুরের তৃণমূল দলীয় কার্যালয়। ব্লক প্রেসিডেন্ট এবং এমএলএদের নিয়ে এই বৈঠক করা হবে বলে অনুব্রত মণ্ডল জানিয়েছেন।
এর পাশাপাশি অনুব্রত মণ্ডল জানিয়েছেন, রাজ্য সরকারের যে সকল প্রকল্প রয়েছে সেই সকল প্রকল্পের একটি তালিকা তৈরি করা হয়েছে এবং সেই তালিকা নিয়ে বাড়ি বাড়ি যাবে তৃণমূল কর্মীরা। সেই সকল প্রকল্প তুলে ধরা হবে এবং তাতে দেখিয়ে দেওয়া হবে এক একটি বাড়িতে কত প্রকল্পের সুবিধা পাচ্ছেন সাধারণ মানুষেরা।