কার লটারি গেল কার কাছে! ফাঁসের পথে অনুব্রতর লটারির কোটি টাকা

নিজস্ব প্রতিবেদন : বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল গরু পাচার কাণ্ডে চলতি বছর সিবিআই-এর হাতে গ্রেপ্তার হন। তার গ্রেফতার হওয়ার পর তার ঘনিষ্ঠ একাধিক তৃণমূল নেতা, কাউন্সিলর অথবা ব্যবসায়ীদের ডেকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। এর পাশাপাশি সিবিআই আধিকারিকরা অনুব্রত মণ্ডলের কোটি টাকার লটারির রহস্য উদঘাটনে নেমেছেন।

অনুব্রত মণ্ডলের লটারিতে জেতা কোটি টাকার রহস্য উদঘাটন করতে বৃহস্পতিবার সিবিআই আধিকারিকরা হঠাৎ পৌঁছান নানুরের বড় শিমুলিয়া গ্রামে। সেখানে নুর আলী নামে এক যুবকের বাড়িতে হানা দেন তথ্য পেতে। জানা যাচ্ছে ওই যুবকই নাকি অনুব্রত মণ্ডলের লটারির টিকিটের আসল মালিক। তবে সেখানে সেই ভাবে সিবিআই আধিকারিকরা তথ্য না পাওয়ায় তাকে শান্তিনিকেতনের রতন কুঠির অস্থায়ী সিবিআই ক্যাম্পে ডেকে পাঠানো হয়।

সিবিআইয়ের তলবে নুর আলী শান্তিনিকেতনে আসেন এবং তার সঙ্গে আসেন তার বাবাও। নুর আলী যখন সিবিআইয়ের মুখোমুখি সেই সময় তার বাবা কটাই শেখ সাংবাদিকদের ক্যামেরার সামনে বিস্ফোরক তথ্য ফাঁস করেন। তিনি দাবি করেন লটারিতে কোটি টাকা তার ছেলে নুর আলী জিতে ছিলেন।

লটারিতে টাকা জেতার পর সেই টিকিট ছিনিয়ে নেওয়ার জন্য বারবার এলাকার তৃণমূল নেতাদের তরফ থেকে হুমকি দেওয়া হয়। এমনকি পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছিল যে তাদের সাত দিন ঘরবাড়ি ছেড়ে অন্যত্র থাকতে হয়েছিল। কিন্তু তাতেও রক্ষা হয়নি। শেষ পর্যন্ত আনুমানিক ৭ লক্ষ টাকা দিয়ে লটারি টিকিট ছিনিয়ে নিয়েছিলেন তৃণমূল নেতারা।

তবে সেই লটারির নম্বর তিনি বলতে পারেননি। কারণ হিসাবে তিনি লেখাপড়া জানেন না বলে জানিয়েছেন। সূত্র মারফত জানা যাচ্ছে নুর আলীর জেতা লটারির টিকিটেই লুকিয়ে রয়েছে যত রহস্য। নুর আলীও সিবিআই আধিকারিকদের সঙ্গে কথা বলে বাইরে বেরিয়ে দাবি করেন যা বলার তা বলে দিয়েছি। তবে তিনি প্রাণের ভয়ের আশংকার কথা মাথায় রেখে আর কিছু বলতে চাননি।