Heatwave Alert: তাপপ্রবাহের জ্বালা বেশিদিন ভুগতে হবে বাংলার সহ ১৬ রাজ্যকে! এপ্রিল-জুনের কথা জানাল মৌসম ভবন

মার্চ মাসের মধ্য সপ্তাহ থেকেই শুরু হয়েছে তীব্র তাপপ্রবাহ। গরমের জ্বালায় নাজেহাল অবস্থা মানুষের। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হু হু করে চড়ছে তাপমাত্রার পারদ। সবে এপ্রিলের প্রথম দিন, এরপর গোটা বৈশাখ জ্যৈষ্ঠ মাস অপেক্ষা করছে। আর এবার মৌসম ভবন সূত্রে তাপপ্রবাহ সম্পর্কে এক সম্ভাবনার কথা প্রকাশ পেয়েছে।

জানা গিয়েছে, বাংলায় এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত স্বাভাবিকের থেকে আরও বেশ কিছুদিন তাপপ্রবাহের পরিস্থিতি স্থায়ী হতে পারে। গরমের জ্বালাও আগের থেকে বেশি থাকার সম্ভাবনা রয়েছে। তবে পরবর্তী তিন মাস বাংলা ছাড়াও দেশের অধিকাংশ অংশেই এই গরমের অস্বস্তি সইতে হতে পারে। বাংলা ছাড়াও আরও১৬ জায়গায় তীব্র গরমের পরিস্থিতি তৈরি হতে পারে বলেই আশঙ্কা রয়েছে। তালিকার প্রথমে পশ্চিমবঙ্গের পাশাপাশি বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়, পঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, গুজরাত, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা, কর্নাটক এবং তামিলনাড়ুর ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ চলার সম্ভাবনা রয়েছে। তবে রাজ্য বিশেষে তা কম বেশি হতে পারে।

আরও পড়ুন: Egg Seller: ডিম বিক্রি করে মোটা অংকের টাকা উপার্জন! জলপাইগুড়ির এই যুবক রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে

প্রতিবছর মূলত এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত দেশে গড়ে ৪ থেকে ৭ দিন তাপপ্রবাহের পরিস্থিতি লক্ষ করা যায়। তবে চলতি বছরের আগামী তিনটি মাস জুড়ে উত্তর-পূর্ব ভারত, মধ্য ভারত এবং উত্তর-পশ্চিম ভারতের অধিকাংশ স্থানে স্বাভাবিকের তুলনায় ২ থেকে ৪ দিন বেশি তাপপ্রবাহের পরিস্থিতি চলতে পারে। উত্তরপ্রদেশের পূর্ব দিকে অবস্থিত ঝাড়খণ্ড, ছত্তীসগঢ় এবং ওড়িশার পাশাপাশি বেশ কিছু রাজ্যে ১০-১১ দিন তাপপ্রবাহ চলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মৌসম ভবনের প্রধান মৃত্যুঞ্জয় মহাপাত্র। আগামী এই মাসগুলি জুড়ে দেশের অধিকাংশ অঞ্চলে সর্বাধিক তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে বলেই জানা গিয়েছে। শুধুমাত্র পশ্চিম ও পূর্ব ভারতের বেশ কিছু অঞ্চলে তাপমাত্রা স্বাভাবিক থাকার সম্ভাবনা রয়েছে।

প্রসঙ্গত, কেন্দ্রের তরফে রাজ্যগুলিকে তীব্র দাবদাহে হিট স্ট্রোকের আশঙ্কার কথা মাথায় রেখে আগে থেকেই বাড়তি প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নিজেদের এলাকায় অবস্থিত হাসপাতালগুলিতে সমস্ত প্রস্তুতি খতিয়ে দেখতে বলা হয়েছে রাজ্যগুলিকে। মৌসম ভবন সূত্রে জানানো হয়েছে, চলতি বছরে এপ্রিল মাসে গোটা দেশে বৃষ্টিপাতের মাত্রা স্বাভাবিকই থাকার সম্ভাবনা রয়েছে। ৩৯.২ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা করা হয়েছে গড়ে।

ইতিমধ্যেই বাংলায় চৈত্র মাস শুরু হতেই দক্ষিণ বঙ্গের জেলাগুলিতে কোনও কোনও জায়গায় তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি সেলসিয়াস পার করে গিয়েছে। যদিও চলতি সপ্তাহেই গোটা রাজ্যের বুকে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। বুধবার থেকে বৃষ্টি স্বস্তি দিতে পারে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়ার বাসিন্দাদের। অন্যদিকে, শুক্রবার বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা, হাওড়া-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা।