দাদার সুপারিশে নয়, নিজের সুরেলা গলাতেই আজ ইন্ডাস্ট্রিতে অরিজিতের বোন অমৃতা

অরিজিৎ সিং (Arijit Singh), সংগীত জগতের সব থেকে পরিচিত নাম। যাকে নিয়ে আর আলাদা করে কিছু বলার নেই। এই জনপ্রিয় গায়কেরই বোন হলেন অমৃতা সিং মজুমদার, যিনিও কিনা অত্যন্ত সুন্দর গায়িকা। তবে গানের জগতে তার দাদা কি তার পথের কাঁটা নাকি দাদার জন্যই তিনি সব সুযোগ-সুবিধা পাচ্ছেন?

সারা বিশ্ব জিয়াগঞ্জের এই গুণী ছেলে অরিজিৎ সিং (Arijit Singh) এর গানের ভক্ত। টলিউড থেকে শুরু করে বলিউড, শুধু তাই নয়, অন্যান্য ইন্ডাস্ট্রিতেও তিনি গান করে সকলের মন জিতে নিয়েছেন। অত্যন্ত স্মরণ প্রকৃতির মানুষ তিনি। ক্যামেরার সামনে আসতে খুব একটা পছন্দ করেন না। সাধারণভাবেই থাকতে পছন্দ করেন এই জনপ্রিয় গায়ক।

তার বোন অমৃতা সিং মজুমদার, ইতিমধ্যেই টলিউড-বলিউডের বেশ কিছু মুভিতে গান গেয়েছেন। বেশ সুন্দর সুরেলা গলা তার। অরিজিতের মিউজিকেও গান গেয়েছেন তিনি। সম্প্রতি তিনি ইন্দ্রদীপ দাশগুপ্তের বিসমিল্লাহ ছবিতে গান গেয়েছেন তিনি। শুধু তাই নয়, বলিউডের পাগলেট ছবিতে দাদার সুরে গান গেয়েছেন অমৃতা। টলিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় ছবি ‘জেনারেশন আমি’ তেও গান গেয়েছেন এই গায়িকা।

দাদার প্রসঙ্গে অমৃতা বলেন যে, অরিজিৎ সিং (Arijit Singh) তার দাদা হওয়ার সুবাদে বেশ কিছু সুবিধা তিনি পেয়েছেন। যেমন কৌশিকী চক্রবর্তীর কাছে তিনি তালিম নেওয়ার সুযোগ পেয়েছেন। এছাড়াও সংগীত জগতে আসার জন্য অরিজিৎ যতটা কষ্ট করেছেন ততটা কষ্ট অমৃতাকে করতে হয়নি। দাদার কষ্ট নিজে দেখেছেন অমৃতা। তিনি বলেছেন, প্রিতমের সহকারী হিসেবে কাজ করার সময় শুধুমাত্র রাতে ঘুমোতে আসতেন অরিজিৎ।

বিয়ের আগে বেশ কয়েক বছর মুম্বাইতেই কাটিয়েছেন অমৃতা। তবে বিয়ের পরে পুরোপুরি কলকাতার বাসিন্দা তিনি। কিন্তু এক সাক্ষাৎকারে তিনি জানান যে, সংগীত জগতে আসার জন্য তার দাদার কাছ থেকে তিনি কোন সাহায্য নেয়নি। শুধু তাই নয়, এমনকি অরিজিৎ সিং কোনো মিউজিক ডিরেক্টরের কাছে তার বোনকে নিয়ে যাননি কাজ দেওয়ার জন্য। তবে দাদার কাছ থেকে গান বিষয়ক অনেক আলোচনাই হয়ে থাকে অমৃতার।