অর্পিতার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত রয়েছে, সামনে এলো তথ্য

নিজস্ব প্রতিবেদন : শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জর্জরিত রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং মন্ত্রী ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। ইতিমধ্যেই দুজন ইডি হেফাজতে রয়েছেন। তবে এই ইডি হেফাজতে থাকাকালীন একের পর এক জায়গা থেকে উদ্ধার হচ্ছে কোটি কোটি টাকা।

গত সপ্তাহের শুক্রবার ইডি সাত সকালেই হানা দেয় পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে। তখন থেকেই শুরু হয় টানটান উত্তেজনা। এরই মধ্যে সন্ধ্যাবেলায় ইডির তরফ থেকে জানানো হয়, পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে ২১ কোটি ৯০ লক্ষ টাকা নগদ। এই টাকা উদ্ধারের ঘটনার রেস কাটতে না কাটতেই অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে নতুন করে উদ্ধার হয় ২৭ কোটি ৯০ লক্ষ টাকা।

একের পর এক জায়গা থেকে নগদ টাকা উদ্ধারের ঘটনা স্বাভাবিকভাবেই রাজ্যের বাসিন্দাদের কাছে কৌতূহলের কারণ হয়ে দাঁড়িয়েছে। আর কত আছে এই প্রশ্নই ঘোরাফেরা করছে আমজনতার মধ্যে। নগদ টাকা ছাড়াও বিভিন্ন জায়গায় নামে বেনামে তাদের সম্পত্তি রয়েছে বলেও জানা যাচ্ছে। এরই মধ্যে ফের কোটি টাকার হদিশ পেলেন ইডি আধিকারিকেরা। আর এবারও সেই অর্পিতা।

সূত্র মারফত জানা যাচ্ছে, ইডি আধিকারিকরা অর্পিতা মুখোপাধ্যায়ের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিস পেয়েছেন। সেই তিনটি অ্যাকাউন্টে থাকা টাকার পরিমাণ ২ কোটি ২ লক্ষ টাকা। ইতিমধ্যেই এই তিনটি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে জানা যাচ্ছে। এর পাশাপাশি হঠাৎ করে বৃহস্পতিবার রাতে অর্পিতার টালিগঞ্জের করুণাময়ী ডায়মন্ড সিটি সাউথের আবাসন থেকে চারটি দামি গাড়ি উধাও হয়ে যায়। এই চারটি গাড়ির বাজার মূল্য অন্ততপক্ষে কয়েক কোটি টাকা।

অর্পিতার এই যে ফ্ল্যাট থেকে গাড়িগুলি উদ্ধার রয়েছে সেই গাড়িগুলি হল অডি এ৪ (গাড়ির নম্বর WB02AB9561), হন্ডা সিটি (গাড়ির নম্বর WB06T6000),হন্ডা সিআরভি (গাড়ির নম্বর WB06T6001) এবং মার্সিডিজ বেঞ্জ (গাড়ির নম্বর WB02AE2232)।