স্ত্রী রোগে আক্রান্ত পার্থ ঘনিষ্ঠ অর্পিতা, আদালতে জানাতে গিয়ে কেঁদে ফেললেন

নিজস্ব প্রতিবেদন : নিয়োগ দুর্নীতি কাণ্ডে (SSC Scam) যেভাবে আষ্টেপিষ্টে ধরছে রাজ্য সরকার এবং রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ও তার ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে (Arpita Mukherjee) তা আর নতুন করে বলার কিছু নেই। এই নিয়োগ দুর্নীতি কান্ডে নতুন করে তাদের আষ্টেপিষ্টে ধরতে শুরু করেছে যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের (Kuntal Ghosh) গ্রেপ্তারির পর।

এমত অবস্থায় মঙ্গলবার আদালতে শুনানির দিন পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায় দুজনেই জানান তারা অসুস্থ। ব্যাঙ্কশাল আদালতে ভার্চুয়ালি শুনানির সময় নিজের অসুস্থতার কথা জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় অর্পিতা মুখোপাধ্যায়কে। তিনি জানান তার শরীরে বাসা বেঁধেছে রোগ।

শুনানি চলাকালীন ভার্চুয়ালি নিজের শারীরিক অসুস্থতার কথা জানাতে গিয়ে অর্পিতা মুখোপাধ্যায় হাউ হাউ করে কেঁদে ফেলেন। এরই সঙ্গে সঙ্গে তিনি বিচারকের কাছে দাবি করেন, তিনি অসুস্থ। কোনও রাজনীতির সঙ্গে তিনি যুক্ত হন। তাকে কেন ষড়যন্ত্রের শিকার করা হচ্ছে জানেন না। বিচারক অসুস্থতার কথা শুনে জেল কর্তৃপক্ষকে সমস্ত রকম চিকিৎসার বন্দোবস্ত করার নির্দেশ দেন।

তবে কি রোগে আক্রান্ত হয়েছেন নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়? রোগীর কথা জানাতে গিয়ে অর্পিতা মুখোপাধ্যায়ের আইনজীবী আদালতে জানান, স্ত্রী রোগ সংক্রান্ত সমস্যা, বুকে ব্যথা থেকে শুরু করে আরও একাধিক সমস্যায় ভুগছেন অর্পিতা মুখোপাধ্যায়।

তবে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায় শারীরিক অসুস্থতার কারণ দেখালেও বিচারক তাদের জামিন মঞ্জুর করেন নি। জামিল মঞ্জুর না করার কারণে তাদের আপাতত জেল হেফাজতেই থাকতে হচ্ছে। যদিও বিচারক তাদের দুজনের জন্যই চিকিৎসার বিষয়ে জেল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন সঠিকভাবে যেন বিষয়টি দেখা হয়।