শুধু ক্রিকেট নয়, এই সকল ব্যবসাতেও বিরাট টাকা খাটিয়েছেন কোহলি

শর্মিষ্ঠা চ্যাটার্জী : ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি যে বিশাল অঙ্কের সম্পত্তির মালিক সে কথা আর বলার অপেক্ষা রাখে না। আর সেই বিপুল অর্থের মালিক হওয়ার দরুন তাঁর মাথায় চাপও অনেকটাই বেশি। সঠিকভাবে উপযুক্ত জায়গায় অর্থের বন্টন সেক্ষেত্রে জরুরী। সেক্ষেত্রে বিরাট কোহলিও ব্যতিক্রম নন তিনি এই এতো অল্প বয়সে তাঁর অর্থের বন্টন স্টক, মিউচ্যুয়াল ফান্ড ইত্যাদি নানা ক্ষেত্রে করে সফল ব্যবসায়ী হিসেবেও একটা জায়গা দখল করেছেন।

১) বিরাট কোহলি মাত্র ২৫ বছর বয়সের পর থেকেই বিভিন্ন ব্যবসায়িক খাতে টাকা বিনিয়োগ করতে শুরু করেন। লন্ডন ভিত্তিক সোশ্যাল মিডিয়া স্টার্ট আপ ‘স্পোর্টস কনভো’ তে তিনি শেয়ার কিনেছিলেন। যার লক্ষ্যই ছিল অনলাইনের মাধ্যমে ফ্যান এবং ক্রীড়াবিদদের মধ্যে একটা যোগাযোগ স্থাপন।

২) ২০১৯ এর ফেব্রুয়ারিতে তিনি গ্যালাকটাস ফানওয়ার টেকনোলজি প্রাইভেট লিমিটেডে বিনিয়োগ করেন এটি MPL এর মালিক।

৩) বিরাটের আরও শেয়ার রয়েছে বেঙ্গালুরু ভিত্তিক একটি স্বাস্থ্য ও ফিটনেস স্টার্টআপের ক্ষেত্রে। ২০১৫ সালে এই সংস্থায় বিরাট ৯০ কোটি টাকা বিনিয়োগ করেছিলেন।

৪) ২০২০ সালের জানুয়ারিতে MPL বিরাটকে তাঁদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করে।

৫) ২০২০ তে বিরাট ১৯.৩০ কোটি টাকা UPSL নামক একটি ফ্যাশন স্টার্টআপে বিনিয়োগ করেছিলেন। Wrogn নামক সংস্থার ক্ষেত্রেও বিরাটকে মডেল হিসেবে দেখা গিয়েছে।

৬) স্পোর্টস ট্যালেন্ট ম্যানেজমেন্ট ফার্ম, কর্নার স্টোন স্পোর্টস এগুলির ক্ষেত্রেও বিরাট বিনিয়োগ করেছেন।

৭) এছাড়াও বিরাট একজন রেস্তোরাঁ মালিক। আরকে পূরমে ‘নুয়েভা ‘ নামে একটি বিলাসবহুল রেস্তোরাঁ রয়েছে বিরাটের। এই রেস্তোরাঁটিতে দক্ষিণ আমেরিকা, ফ্রান্স, স্পেন এর অনুকরণে ফিউশন খাওয়ার সার্ভ করা হয়ে থাকে।

৮) বিরাট কোহলির বিমা এগ্রিগেটর ডিজিট ইন্সুরেন্স রয়েছে যার বর্তমান ভ্যালুযেশন ৩.৫ মার্কিন ডলার।

৯) ফিনটেক নামক সংস্থাতে বিরাট অনুষ্কার এক সঙ্গে ০.২৫ শতাংশ শেয়ার রয়েছে।