শিরে সংক্রান্তি, এই ব্যাঙ্কের গ্রাহকদের ন্যূনতম ব্যালেন্স বেড়ে দাঁড়াচ্ছে ২৫০০০ টাকা

নিজস্ব প্রতিবেদন : দেশে যে সকল বেসরকারি ব্যাঙ্ক রয়েছে, সেই সকল ব্যাংকের উপর দেশের বহু মানুষ নির্ভরশীল। সরকারি ব্যাংকগুলিতে গ্রাহক সংখ্যা বেশি হলেও এই সকল বেসরকারি ব্যাংকগুলির বিভিন্ন সুবিধার কারণে এদেরও গ্রাহক সংখ্যা অজস্র। তবে এই রকমই একটি বেসরকারি ব্যাংকের গ্রাহকদের ন্যূনতম ব্যালেন্স বাড়িয়ে করা হচ্ছে ২৫০০০ টাকা।

দেশে যে সকল বেসরকারি ব্যাংক রয়েছে সেই সকল বেসরকারি ব্যাংকের মধ্যে অন্যতম একটি বেসরকারি ব্যাংক হল অ্যাক্সিস ব্যাঙ্ক। আগামী ১ জুন থেকে এই ব্যাংকের স্যালারি এবং সেভিংস অ্যাকাউন্টে পরিষেবা চার্জ বাড়ানো হচ্ছে। পাশাপাশি বাড়ানো হচ্ছে ন্যূনতম ব্যালেন্স রাখার নিয়ম এবং সেই নিয়ম না মানলে গুনতে হবে বেশি পরিমাণে সার্ভিস চার্জ।

অ্যাক্সিস ব্যাঙ্কের তরফ থেকে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, “সেভিংস/স্যালারি অ্যাকাউন্টের জন্য ট্যারিফ কাঠামো ১ জুন, ২০২২ / ১ জুলাই, ২০২২ থেকে সংশোধিত রূপে কার্যকর করা হবে।” এক্ষেত্রে শহর এবং গ্রামাঞ্চলে সেভিংস অ্যাকাউন্টের ন্যূনতম ব্যালেন্স ১৫০০০ টাকা থেকে বাড়িয়ে করা হচ্ছে ২৫০০০ টাকা।

এর পাশাপাশি জানানো হয়েছে অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স না থাকলে যে সার্ভিস চার্জ কাটা হয় তাও বৃদ্ধি করা হচ্ছে। মেট্রো এবং শহরাঞ্চলে সর্বাধিক পরিষেবা চার্জ বাড়িয়ে করা হচ্ছে ৬০০ টাকা। অন্যদিকে আধা শহর এলাকায় এই পরিষেবা চার্জ হবে ৩০০ টাকা। গ্রামাঞ্চলে পরিষেবা চার্জ হবে ২৫০ টাকা।

এর পাশাপাশি যদি গ্রাহকদের অটো ডেবিট ফেলিওর হয়ে থাকে সে ক্ষেত্রেও চার্জ বাড়ানোর ঘোষণা করা হয়েছে। এই সকল নিয়ম চালু হবে ১ জুন থেকে।