আগামী সপ্তাহে ব্যাঙ্ক ধর্মঘট, পরপর দু’দিন পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা

নিজস্ব প্রতিবেদন : ভারতে দিন দিন বাড়ছে ডিজিটাল লেনদেন। তবে ডিজিটাল লেনদেন বৃদ্ধি পেলেও ব্যাঙ্কের শাখার গুরুত্ব অপরিসীম। যে কারণে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষকে ব্যাংকের শাখায় দৌড়াতে দেখা যায়। যে কারণে ব্যাংকের শাখা বন্ধ থাকলে সরাসরি তার প্রভাব পড়ে গ্রাহকদের উপর। গ্রাহকদের ওপর যখন সরাসরি প্রভাব পড়ছে ব্যাংকের শাখার সেই সময় আগামী সপ্তাহে দুদিন ব্যাংক পরিষেবা ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে।

মূলত আগামী সপ্তাহে ব্যাংক কর্মচারীদের সংগঠনের তরফ থেকে একটি ধর্মঘট ডাকা হয়েছে। এই ধর্মঘটের ফলে ব্যাংকের কাজকর্ম এবং পরিষেবা ব্যাহত থাকার সম্ভাবনা তৈরি হয়েছে। অন্যদিকে যেদিন ব্যাংক ধর্মঘট ডাকা হয়েছে ঠিক তার পর দিন রয়েছে সরকারি ছুটি। যে কারণে পর পর দুদিন ব্যাংকের শাখায় গ্রাহকরা পরিষেবা পাবেন না বলেই মনে করা হচ্ছে, পাশাপাশি এটিএম পরিষেবার উপরেও প্রভাব পড়তে পারে এমনই আশঙ্কা করা হচ্ছে।

অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন-এর তরফ থেকে এই ধর্মঘট ডাকা হয়েছে ১৯ নভেম্বর। ১৯ নভেম্বর পড়ছে মাসের তৃতীয় শনিবার। তৃতীয় শনিবার এমনিতে ব্যাংক খোলা থাকে কিন্তু এই ধর্মঘট থাকার ফলে ওই দিন পরিষেবা পাওয়া যাবে না। শনিবার পরিষেবা ব্যাহত থাকার পাশাপাশি পর দিন রবিবার হওয়ায় সেদিনও বন্ধ থাকবে ব্যাংক।

ব্যাংকের তরফ থেকে জানানো হয়েছে, যাতে গ্রাহকরা সব ধরণের পরিষেবা পান তার জন্য ব্যাংক খোলা রাখা হবে এবং ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে যদি কর্মচারীরা ধর্মঘটে সামিল হন সেক্ষেত্রে পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে। এছাড়াও পরপর দুদিন যদি ব্যাংক বন্ধ থাকে তাহলে এটিএম পরিষেবার ওপর তা প্রভাব ফেলবে তা নিয়ে কোন সন্দেহ নেই।

অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন-এর তরফ থেকে জানানো হয়েছে, তাদের এই সংগঠনের সঙ্গে যুক্ত যে সকল কর্মচারীরা তাদের বেছে বেছে টার্গেট করা হচ্ছে এবং তাদের ওপর আক্রমণ করা হচ্ছে। এরই প্রতিবাদের পরিপ্রেক্ষিতে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।