আগস্টে ১৪ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, তালিকা দেখে করুন কাজের প্ল্যান

নিজস্ব প্রতিবেদন : দেশের প্রতিটি সরকারি কর্মচারীর মতোই ব্যাঙ্ক কর্মীরাও (Bank Workers) প্রতিমাসে ছুটি পেয়ে থাকেন। ব্যাংক (Bank) একটি জরুরী পরিষেবার জায়গা হওয়ার কারণে এই সকল ছুটি গ্রাহকদের উপর অনেক প্রভাব ফেলে। অন্যদিকে যাতে ব্যাংক ছুটির কারণে সাধারণ গ্রাহকদের কোন অসুবিধাই পড়তে না হয় তার জন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) তরফ থেকে সেই ছুটির তালিকা আগাম জানিয়ে দেওয়া হয়।

অন্যান্য মাসের মত আগামী মাস অর্থাৎ আগস্ট মাসের ছুটির তালিকাও রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে আগাম প্রকাশ করা হয়েছে। সেই তালিকা অনুযায়ী দেশের বিভিন্ন জায়গা মিলিয়ে মোট ১৪ দিন বন্ধ থাকবে ব্যাংক। প্রতিটি রাজ্যের ভিত্তিতে আলাদা আলাদা দিন ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে। ছুটির সেই তালিকা দেখে কাজের প্ল্যান করলে কোন অসুবিধাই পড়তে হবে না গ্রাহকদের।

৬ আগস্ট : রবিবার, সারা দেশে সাপ্তাহিক ছুটি।
৮ আগস্ট : টেন্ডং লো রাম ফাট উপলক্ষে গ্যাংটকে ব্যাঙ্ক বন্ধ।
১২ আগস্ট : মাসের দ্বিতীয় শনিবার, সারা দেশে সাপ্তাহিক ছুটি।
১৩ আগস্ট : রবিবার, সারা দেশে সাপ্তাহিক ছুটি।
১৫ আগস্ট : স্বাধীনতা দিবস উপলক্ষে সারা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

১৬ আগস্ট : পার্সি নববর্ষ উপলক্ষে মুম্বই, নাগপুর এবং বেলাপুরে ব্যাঙ্ক বন্ধ।
১৮ আগস্ট : শ্রীমন্ত শঙ্করদেব তিথি উপলক্ষে গুয়াহাটিতে ব্যাঙ্ক বন্ধ।
২০ আগস্ট : রবিবার, সারা দেশে সাপ্তাহিক ছুটি।
২৬ আগস্ট : মাসের চতুর্থ শনিবার , সারা দেশে সাপ্তাহিক ছুটি।

২৭ আগস্ট : রবিবার, সারা দেশে সাপ্তাহিক ছুটি।
২৮ আগস্ট : ওনাম উপলক্ষে কোচি এবং তিরুঅনন্তেপুরমে ব্যাঙ্ক বন্ধ।
২৯ আগস্ট : তিরু ওনাম উপলক্ষে কোচি এবং তিরুঅনন্তেপুরমে ব্যাঙ্ক বন্ধ।
৩০ আগস্ট : রাখি উপলক্ষে জয়পুর এবং সিমলায় ব্যাঙ্ক বন্ধ।
৩১ আগস্ট : শ্রী নারায়ণ গুরু জয়ন্তী, রাখি উৎসব, পাং-লাবসোল উপলক্ষে দেরাদুন, গ্যাংটক, কানপুর, কোচি, লখনউ এবং তিরুঅনন্তেপুরমে ব্যাঙ্ক বন্ধ।

তবে ব্যাংক বন্ধ থাকলেও এই সকল দিনগুলিতে গ্রাহকরা চাইলে নিজেদের প্রয়োজনীয় কাজ করতে পারবেন। প্রয়োজনীয় কাজ করা যাবে নেট ব্যাঙ্কিং, মোবাইল ব্যাংকিং অথবা বিভিন্ন ধরনের ইউপিআই অ্যাপ ব্যবহার করে। এছাড়াও নগদ টাকা লেনদেন করা যাবে বিভিন্ন এটিএম কাউন্টার থেকে।