আরও ৪০ জোড়া স্পেশাল ট্রেন, বাংলা পেল ৬টি

নিজস্ব প্রতিবেদন : করোনা অতিমারিতে দেশজুড়ে ট্রেন চলাচল বন্ধ থাকলেও সাধারণ মানুষের কথা মাথায় রেখে ভারতীয় রেলের তরফ থেকে ২৩০ টি স্পেশাল ট্রেন চালানোর বন্দোবস্ত করে। যে ট্রেনগুলি এখনো তাদের নির্ধারিত সূচি অনুযায়ী দেশের ১৫ টি শহরের মধ্যে চলাচল করছে। আর এবার এই অতিমারিতেই আলাদা প্রাপ্তি আরও ৪০ জোড়া নতুন স্পেশাল ট্রেন।

ভারতীয় রেলের তরফ থেকে শনিবার বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে যে আগামী ১২ সেপ্টেম্বর থেকে নতুন এই ৪০ জোড়া স্পেশাল ট্রেন চলবে দেশের বিভিন্ন শহরের মধ্যে। আর এই ৪০ জোড়া স্পেশাল ট্রেনের মধ্যে বাংলা পেল ৩ জোড়া স্পেশাল ট্রেন অর্থাৎ ৬টি। এই তিন জোড়া স্পেশাল ট্রেনের সময়সূচী সম্পর্কে বিস্তারিত জানিয়েছে ভারতীয় রেল।

নতুন করে বাংলা যে তিন জোড়া স্পেশাল ট্রেন পেয়েছে তারমধ্যে দুটি স্পেশাল ট্রেন ছাড়বে হাওড়া স্টেশন থেকে এবং বাকি একটি স্পেশাল ট্রেন ছাড়বে লালগড় থেকে।

হাওড়া-তিরুচিরাপল্লি এক্সপ্রেস চলবে বৃহস্পতিবার ও শনিবার এবং তিরুচিরাপল্লি-হাওড়া এক্সপ্রেস চলবে মঙ্গলবার ও শুক্রবার।

হাওড়া-ইন্দোর এক্সপ্রেস চলবে সোমবার, বৃহস্পতিবার ও শনিবার এবং ইন্দোর-হাওড়া এক্সপ্রেস চলবে মঙ্গলবার, বৃহস্পতিবার ও শনিবার।

লালগড়-ডিব্রুগড় এক্সপ্রেস এবং ডিব্রুগড়-লালগড় এক্সপ্রেস চলবে প্রতিদিন।

৪০ জোড়া ট্রেনের তালিকা

ভারতীয় রেলের তরফ থেকে জানানো হয়েছে যে সাধারণ ট্রেন যেভাবে চলত সেইভাবেই চলবে এই বিশেষ ট্রেনগুলি। তবে ট্রেনগুলি স্টপেজ কোন কোন স্টেশনে যাওয়া হবে তার সম্পর্কে সংশ্লিষ্ট রাজ্য সরকারের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।