দুর্ঘটনায় মারা গিয়েছে ভিন রাজ্যে কাজ করতে যাওয়া বীরভূমের শ্রমিক, দাবি পরিবারের

লাল্টু : ভিন রাজ্যে কাজ করতে গিয়ে একের পর এক বাঙালি শ্রমিকের প্রাণ হারানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিমবঙ্গে। সরগরম হিন্দিভাষীদের সাথে বাংলাভাষীদের দ্বন্দ্বের প্রসঙ্গে। এই ধারাবাহিক ঘটনায় মুর্শিদাবাদের সাগরদিঘির পর বীরভূম জেলার এক শ্রমিকের মহারাষ্ট্রে কাজ করতে গিয়ে প্রাণ হারানোর ঘটনায় প্রথমে ওই শ্রমিককে মেরে ফেলার অভিযোগ তোলা হলেও দুদিন পর সেই ঘটনায় মোড় নেয়।

পরিবার সূত্রে জানা যায়, বীরভূমের সদাইপুর থানার অন্তর্গত কুইঠা গ্রামের ২৫ বয়সী যুবক সেখ আকেবর মহারাষ্ট্রের পুনেতে বোরিং মেশিনের সাথে শ্রমিকের কাজ করতে যায়। কিন্তু হঠাৎ গত সপ্তাহের শুক্রবার ওই যুবকের পরিবারের লোকজন ওই গ্রাম থেকে যাওয়া অন্যান্য শ্রমিকদের কাছ থেকে খবর পায় মারা গিয়েছে বলে। কিন্তু প্রথমে কিভাবে, কখন এমন ঘটনা ঘটলো তা জানা যায়নি। পরে পুরো ঘটনা সামনে আসে।

পুরো ঘটনা সামনে আসতেই পরিবারের লোকজন জানায়, তাদের পরিবারের সদস্য ভিন রাজ্যে কাজ করতে গিয়ে দুর্ঘটনায় মারা গিয়েছে। এখানে কোনো রকম হিন্দিভাষী অথবা বাংলাভাষী জড়িত নেই। এমনকি এই ঘটনা নিয়ে আমরা আর কোনরকম তদন্ত চাইছি না।

এলাকার সমাজসেবী খেলাফত হোসেন খান জানান, “ঘটনার পর আমাদের মধ্যে একটা সংশয় ছিল। কিন্তু আমরা ওই যুবকের সাথে কাজ করতে যাওয়া অন্যান্য প্রতিবেশী যুবকদের সাথে কথা বলে পুরো বিষয়টি জানতে পারি। আমরা জানতে পারি দুর্ঘটনাতেই মৃত্যু হয়েছিল ওই শ্রমিকের। থানায় করা অভিযোগেও আমরা রদবদল করি।”