ভাগলপুর থেকে কলকাতাগামী বাস ঢুকলো বাড়িতে, রইল সিসিটিভি ফুটেজ

শনিবার যখন ঠিক রাত একটা বাজতে চলেছে সেই সময় সিউড়ি থানার অন্তর্গত লম্বোদরপুরে দূরপাল্লার একটি বাস রাস্তা ছেড়ে ঢুকলো বাড়িতে। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা ছেড়ে ওই বাসটি একটি বাড়িতে সজোরে ধাক্কা মারে। এই দুর্ঘটনায় একজনের প্রাণহানি হয়েছে। যে দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ সামনে এসেছে।

সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, লম্বোদরপুর মোড় থেকে ঝাড়খন্ড যাওয়ার যে সড়ক রয়েছে সেই সড়কের উপর ওই বাসটি দ্রুত গতিতে ছুট ছিল। আচমকা বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নিজের সাইড অর্থাৎ বাঁ দিক থেকে ডান দিকে টার্ন নিতে শুরু করে। বাসটির গতি এতটাই বেশি ছিল যে কেউ কিছু বুঝে ওঠার আগেই সটান ডান দিকে টার্ন নিয়ে সড়কের পাশেই থাকা একটি বাড়িতে সজোরে ধাক্কা মারে। ধাক্কা এতোটাই জোরে ছিল যে বাসটির ক্ষতির পাশাপাশি ক্ষতি হয়েছে বাড়িরও।

আরও পড়ুন: হাইকোর্টের নির্দেশে ডির্ভোস মামলায় দ্রুত মুক্তি পাবেন শোভন

এই দুর্ঘটনায় ওই বাস চালকের প্রাণহানি হয়েছে। বাসটিতে মোট ৫০ জন যাত্রী ছিলেন, যাদের মধ্যে ১৪ জনকে চিকিৎসার জন্য আনা হয় সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। বাসটি বিহারের ভাগলপুর থেকে কলকাতার বাবুঘাট যাচ্ছিল বলেই জানা গিয়েছে। তবে তার যাত্রা পথ শেষ করার আগেই সিউড়িতে এমন দুর্ঘটনা।

ভয়ংকর এই দুর্ঘটনায় বাসের যাত্রীরা আহত হওয়ার পাশাপাশি চালকের প্রাণহানি এবং যে বাড়িতে ওই বাসটি ধাক্কা মেরেছে সেই বাড়ির একজন বয়স্ক ব্যক্তিকেও সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি দুর্ঘটনাস্থলে পৌঁছায় সিউড়ি থানার পুলিশ এবং দমকল বাহিনীর কর্মীরা।