মাত্রাতিরিক্ত গরম থেকে কিভাবে বাঁচবেন, গান গেয়ে বোঝালেন শিক্ষক

নিজস্ব প্রতিবেদন : সোশ্যাল মিডিয়ার দৌলতে বিভিন্ন সময় নানান ধরনের ভিডিও ভাইরাল হয়ে থাকে। সেই সকল ভিডিওগুলি কোনটি পশুপাখির, কোনটি আবার কারোর প্রতিভা, আবার কোনোটি খুদেদের নিয়ে হয়ে থাকে। তবে এসবের মাঝেও অনেক সময় শিক্ষক-শিক্ষিকাদের বেশ কিছু ভাইরাল ভিডিও লক্ষ্য করা যায়। যেসকল ভিডিওতে লক্ষ্য করা যায় তারা নিজেদের ঢঙে শিশুদের পঠন-পাঠন করিয়ে থাকেন।

ঠিক সেই রকমই এবার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যাতে দেখা যাচ্ছে একজন শিক্ষক কিভাবে তার ছাত্রদের বোঝাচ্ছেন মাত্রাতিরিক্ত গরম থেকে কিভাবে বাঁচা যাবে? এই মাত্রাতিরিক্ত গরমে কি কি উপায় অবলম্বন করতে হবে? শিশুদের মনের মধ্যে এই সকল উপায়ে গেঁথে দেওয়ার জন্য ওই শিক্ষক অভিনব পথ বেছে নিয়েছেন।

শিশুদের সরাসরি কোনো বিষয় নিয়ে নিষেধ অথবা অবলম্বন করার কথা বলা হলেও তা তাদের মাথায় এত সহজে ঢুকে না। কিন্তু সেই বিষয়টিকেই আবার যদি গান নাটক ইত্যাদির মাধ্যমে করা হয় তাহলে তা খুব সহজে তাদের মাথায় ঢুকে যায় এবং মনে গেঁথে থাকে। এক্ষেত্রে প্রশিক্ষক তেমনটাই করেছেন। ওই শিক্ষককে দেখা গিয়েছে, গান গেয়ে অভিনয় করে বোঝাতে কিভাবে এই মাত্রাতিরিক্ত গরম থেকে বাঁচা যাবে।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে লক্ষ্য করা গিয়েছে, ওই শিক্ষক গলায় দুটি জলের বোতল ঝুলিয়ে গান গাইছেন। আর তার গানের প্রতিটি কথায় রয়েছে মাত্রাতিরিক্ত এই গরমে নিজেকে সুস্থ রাখার জন্য কোন কোন উপায় অবলম্বন করে নিতে হবে। আর ওই শিক্ষকের পিছনে যে ব্ল্যাকবোর্ড রয়েছে সেখানে বড় করে লেখা রয়েছে ‘লু’।

জানা গিয়েছে ওই শিক্ষকের নাম বৈদ্যনাথ রজক। তিনি বিহারের সমস্তিপুর জেলার মালদহ গ্রামের একটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন। তিনি ক্লাসের ছাত্রদের লু থেকে বাঁচার জন্য কি কি উপায় অবলম্বন করতে হবে তা গান গেয়ে বুঝিয়েছেন। আর তার এই বোঝানোর পদ্ধতি মন জয় করেছে সোশ্যাল মিডিয়ার দর্শকদের।

তিনি গান গেয়ে বুঝিয়েছেন, কড়া রোদে বাইরে বেরোনো যাবে না। এছাড়াও জানিয়েছেন, ছাতা নাও, জলের বোতল নাও, ঘনঘন জল খাও, আমিষ খাবার খেও না, খিদে নিয়ে স্কুলে আসলে হবে না, তরমুজ খেতে হবে, লেবু জল খেতে হবে, গরম থেকে বাঁচতে চোখ মুখ ঢাকা নিতে হবে।