Birbhum District Police: বিজয়ার পরেই বড় ‘উপহার’ দিল বীরভূম জেলা পুলিশ, সুযোগ পেলে ১৮ বাসিন্দা

Birbhum District Police: উৎসবের মরশুম এখনো বজায় রয়েছে, তবে বাঙ্গালীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজোর সমাপ্তি হয়েছে সম্প্রতি। দুর্গাপুজোর সমাপ্তির পর সবাই এখন একে অপরকে বিজয়ার শুভেচ্ছা জানানোর পাশাপাশি উপহার এবং পরবর্তী সব উৎসবের প্রস্তুতি নিচ্ছেন। আর এমন মুহূর্তেই বীরভূম জেলা পুলিশ ১৮ জন নাগরিকের হাতে এমন উপহার তুলে দিল যা তাদের কাছে কল্পনাতীত।

যে ১৮ জন উপভোক্তা এমন উপহারের ভাগীদার হয়েছেন তারা অনেকেই সত্যিই ভেবে উঠতে পারেননি যে এইভাবে তারা তাদের হারানো জিনিস ফিরে পাবেন। ভেবে ওঠার মতো না হলেও কিন্তু বীরভূম জেলা পুলিশ (Birbhum District Police) নিজেদের একাগ্রতা, নিজেদের পারদর্শিতার পরিপ্রেক্ষিতে ওই সকল নাগরিকদের হাতে এমন কল্পনাতীত জিনিসগুলি তুলে দিয়েছে, এ যেন তাদের কাছে পুজোর পর বিজয়ার উপহার।

আসলে বর্তমান সময়ে এখন স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা অগণিত। এই সকল স্মার্টফোন ব্যবহারকারীদের অনেকেই নিজেদের স্মার্টফোন হারিয়ে ফেলেন অথবা তাদের স্মার্টফোন, মোবাইল ফোন ইত্যাদি চুরি যায়। এইরকমই হারিয়ে যাওয়া ১৮টি ফোন উদ্ধার করতে সক্ষম হয় বীরভূম জেলা পুলিশ (Birbhum District Police) এবং সেই সকল ফোনগুলি আসল উপভোক্তাদের হাতে তুলে দেয় মঙ্গলবার। মঙ্গলবার বোলপুর থানায় আয়োজিত একটি অনুষ্ঠান অপারেশন প্রাপ্তির মধ্য দিয়ে ঐ সকল ফোনগুলি তুলে দেওয়া হয়।