স্কুলের প্রিয় শিক্ষক বদলি হয়ে গিয়েছেন অন্য স্কুলে। আর ওই প্রিয় শিক্ষকের এইভাবে অন্য স্কুলে বদলি হয়ে যাওয়া কোনভাবেই মেনে নিতে পারছেন না স্কুল পড়ুয়ারা থেকে অভিভাবকরা। এসবের পরিপ্রেক্ষিতেই বুধবার স্কুলের গেট বন্ধ করে দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভ দেখান পড়ুয়া থেকে শুরু করে অভিভাবকরা। তাদের একটাই দাবি তাদের প্রিয় শিক্ষককে চাই আর তা না হলে স্কুল খুলতেই দেওয়া হবে না।
বুধবার এমন ঘটনাটি ঘটেছে বীরভূমের লাভপুরের মোহগ্রাম পশ্চিমপাড়া প্রাথমিক বিদ্যালয়ে। ওই স্কুলের শিক্ষক মহঃ নাজমুল হুদাকে সাময়িকভাবে অন্য স্কুলে পাঠানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু স্কুল পড়ুয়া ও অভিভাবকরা এই বিষয়টি কোনভাবেই মেনে নিতে পারছেন না। তাদের অভিযোগ চক্রান্ত করে তাদের প্রিয় শিক্ষককে বদলি করা হয়েছে।
আরও পড়ুনঃ ডেপুটেশন জমা দিতে এসে সঙ্গে পুলিশের ধস্তাধস্তি, বাধা টপকে পৌরসভায় ঢুকলো বিজেপি
চক্রান্তের বিষয়টি আসার পিছনে যা জানা যাচ্ছে তা হল, ওই শিক্ষকের সঙ্গে স্কুলেরই এক শিক্ষিকার ঝামেলা বাঁধে এবং সেই ঝামেলায় নাজমুল স্যার কিছু কথা বলে দিলে বিষয়টি নিয়ে থানা এবং জেলা স্কুল আধিকারিকদের অভিযোগ জানান ওই শিক্ষিকা। আর তারই পরিপ্রেক্ষিতে তাকে সাময়িকভাবে অন্যত্র পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক অনন্য বন্দ্যোপাধ্যায়।
কিন্তু এই বিষয়টি স্কুলের পড়ুয়ারা এবং অভিভাবকরা কোনোভাবেই মেনে নিতে পারছেন না। আর তারই পরিপ্রেক্ষিতে বুধবার দীর্ঘক্ষণ ধরে তারা বিক্ষোভ দেখান।
