মদ্যপ অবস্থায় এক যুবকের কাণ্ডে রীতিমত অবাক বীরভূম। ওই যুবক আচমকা একটি বিপিএইচসি সেন্টারে ঢুকে পড়ে এবং দরজা বন্ধ করে নার্সিং স্টাফের সঙ্গে ঘটায় অবিশ্বাস্য ঘটনা। যদিও এই ঘটনায় পুলিশ তড়িঘড়ি পদক্ষেপ নিয়ে ওই যুবককে আটক করেছে।
অবাক করা এমন ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে বীরভূমের মহম্মদ বাজার থানার অন্তর্গত কাঁইজুলি বিপিএইচসিতে। নার্সিং স্টাফ রিনা মন্ডলের সঙ্গে এমন কান্ড ঘটায় ওই যুবক। ঠিক কি ঘটেছিল চলুন শুনে নেওয়া যাক আহত ওই নার্সিং স্টাফের স্বামীর মুখ থেকে।
আরও পড়ুন: তৃণমূলের পঞ্চায়েত সদস্যাকে ধরে টানাটানি, ভাঙচুর বাড়িতে, কাঠগড়ায় তৃণমূলই
ঘটনা সম্পর্কে যা জানা যাচ্ছে তাতে অভিযুক্ত ওই যুবক মদ্যপ অবস্থায় বিপিএইচসির মধ্যে ঢুকে নার্সিং স্টাফ এর উপর হামলা চালায়। রীতিমত দরজা বন্ধ করে বিভিন্ন ধরনের ওষুধ চাইতে থাকে এবং তারপরেই পাথর নিয়ে হামলা চালায়। ওই নার্সিং স্টাফের মাথায় আঘাত করে। এরপর স্থানীয়রা ওই যুবককে ধরে ফেলে এবং পরে পুলিশের হাতে তুলে দেয়।
ঘটনায় আহত নার্সিং স্টাফ সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি। তার মাথায় ২২ টি সেলাই পড়েছে। এই ঘটনায় অভিযুক্ত যুবক যাকে পুলিশ ইতিমধ্যে আটক করেছে তিনি হলেন রাজীব কাহার। তবে স্পষ্ট নয় কেন তিনি এমন ঘটনা ঘটালেন।