Birbhum Police: একের পর এক নতুন নতুন কাজ করতে দেখা যাচ্ছে বীরভূম জেলা পুলিশকে। দিন কয়েক আগেই বীরভূম জেলা পুলিশের তরফে বেকার যুবক যুবতীদের হাতে চাকরির নিয়োগ পত্র তুলে দেওয়া হয়, যারা ডেউচা পাচামী কয়লা শিল্পের জন্য জমি দান করেছেন। এরই মধ্যে আবার দেখা যায় লাভপুর এলাকায় বীরভূম ও মুর্শিদাবাদ লাগোয়া সাউগ্রামে নতুন পুলিশ ফাঁড়ির সূচনা করা হয়। আর এসবের মধ্যেই এবার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে ৪৮ জন কৃতি ছাত্র-ছাত্রীকে সংবর্ধনা দিল জেলা পুলিশ।
রবিবার সিউড়ির পুলিশ লাইনে (Birbhum Police) একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে ওই 48 জন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উত্তীর্ণ পড়ুয়ার হাতে স্মারক ও শংসাপত্র তুলে দেওয়া হয়। যাদের হাতে এমন সংবর্ধনা দেওয়া হয় তাদের মধ্যে ২৯ জন মাধ্যমিক 19 জন উচ্চ মাধ্যমিক কৃতি।
আরও পড়ুন: হেতমপুর রাজবাড়ীতে ৯ ফুটের অজগর! দেখেই অবাক রাজকন্যা
বীরভূম জেলা পুলিশ (Birbhum Police) সুপার অমনদীপ জানিয়েছেন, যাদের হাতে সংবর্ধনা তুলে দেওয়া হল তারা প্রত্যেকেই পুলিশ পরিবারের সদস্য। তাদের ভবিষ্যৎ উজ্জ্বল কামনায় এবং তাদের উৎসাহ জোগাতে এমন আয়োজন