‘বাজার করতে হবে নিজের এলাকাতেই’, লকডাউনে কড়া বার্তা বীরভূম পুলিশের

হিমাদ্রি মণ্ডল : করোনা ভাইরাসের সংক্রমণ থেকে দেশকে বাঁচাতে, রাজ্যকে বাঁচাতে, আমজনতাকে বাঁচাতে কেন্দ্র ও রাজ্য সরকারের তরফ থেকে জারি করা হয়েছে লকডাউন। কিন্তু এই লকডাউনে বহু মানুষকেই আইন লঙ্ঘন করতে দেখা গিয়েছে আর যে কারণেই রবিবার থেকে আরও কড়া নিতে দেখা গেল বীরভূম পুলিশকে।

বীরভূম পুলিশের তরফ থেকে বীরভূমের সিউড়ি শহরের বিভিন্ন মোড়ে মোড়ে বাহিনী নামানো হয়েছে। আর সাধারণ মানুষদের দেওয়া হচ্ছে কড়া বার্তা। বাজার বা নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনতে হবে নিজের এলাকাতেই। এক এলাকা ছেড়ে অন্য এলাকায় যাওয়া যাবেনা। যদি সেই এলাকায় কোন অত্যাবশ্যকীয় জিনিস না পাওয়া যায় সে ক্ষেত্রে পুলিশকে জানাতে হবে। প্রয়োজনে পুলিশ বন্দোবস্ত করবে। সকাল থেকেই বহু মানুষকে ঘুরিয়ে দিতে দেখা যায় পুলিশকে।

প্রসঙ্গত, লকডাউন শুরু হওয়ার প্রথম থেকেই আমরা দেখেছিলাম অজস্র মানুষকে হাতে থলি, পকেটে প্রেস্ক্রিপশন অথবা ব্যাঙ্কের বই নিয়ে একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে চরে বেড়াতে। অবশ্য এদের মধ্যে বেশকিছু অংশ প্রয়োজনের তাগিদে গিয়েছেন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গিয়েছে প্রয়োজন ছাড়াই তারা বাড়ি থেকে বের হয়েছেন। আর সেই জায়গায় রাশ টানতে আরও কড়া পদক্ষেপ জেলা পুলিশের।

রাস্তার মোড়ে মোড়ে যেমন পুলিশ প্রিকেট বসানো হয়েছে, ঠিক তেমনি বাজার ঘাট ও অন্যান্য জায়গাতেও রবিবার সকাল থেকে পুলিশ বাহিনীকে ঘুরতে দেখা যাচ্ছে খতিয়ে দেখতে সকলে নিয়ম মেনে তাদের কাজকর্ম করছেন কিনা। এমনকি জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও টহল দিতে শুরু করেছেন বিভিন্ন এলাকায়। সুতরাং সাবধান হোন, সচেতন থাকুন, বাড়িতে থাকুন, সুরক্ষিত থাকুন।