লাল্টু: ঝাড়খণ্ডের পাথর ব্যবসায়ীকে বড় বিপদের হাত থেকে রক্ষা করল বীরভূম পুলিশ। বীরভূম পুলিশের এমন সফলতা রীতিমত নজির গড়েছে, পাশাপাশি স্বস্তি দিয়েছে ঝাড়খন্ড পুলিশকেও। ঠিক কি ঘটনা, তাহলে চলুন দেখে নেওয়া যাক।
ঝাড়খণ্ডের এক পাথর ব্যবসায়ী জামাল আনসারীকে একটি চারচাকা গাড়িতে তুলে অন্যত্র নিয়ে যাওয়ার প্ল্যান ছিল পাঁচজন দুষ্কৃতীর। ওই দুষ্কৃতীরা ওই ব্যবসায়ীকে ঝাড়খন্ড এলাকা থেকে তুলে নিয়ে যেতে সক্ষম হলেও যখন ঝাড়খন্ড পুলিশ বীরভূম পুলিশের সঙ্গে যোগাযোগ করে তখন এই প্ল্যান বানচাল হয়ে যায়। ঝাড়খন্ড পুলিশের তরফে বীরভূম পুলিশকে যোগাযোগ করার পরই বীরভূমের দুবরাজপুর ও খয়রাশোল থানার পুলিশ দুষ্কৃতীদের প্ল্যান বানচাল করার জন্য উঠেপড়ে নামে।
আরও পড়ুন: বিয়ের পরেও পরকীয়া, বিবাহ বহির্ভূত সম্পর্ক! জঙ্গল থেকে যুবতীর দেহ উদ্ধারের ঘটনায় গ্রেফতার প্রেমিক
ওই দুষ্কৃতিরা তাদের প্ল্যান মোতাবেক যখন রানীগঞ্জ মোড়গ্রাম ১৪ নম্বর জাতীয় সড়ক ধরে পশ্চিম বর্ধমানের দিকে যাচ্ছিল তখন বীরভূম পুলিশের খয়রাশোল ও দুবরাজপুর থানার পুলিশ ভোট তিনটে নাগাদ তাদের গাড়ি ধাওয়া করে। দুষ্কৃতিদের গাড়ি এইভাবে পুলিশের গাড়ি ধাওয়া করতে দেখে দুষ্কৃতীরা জামাল আনসারীকে গাড়ি থেকে ফেলে দিয়ে চম্পট দেয়। আর এরপর খয়রাশোল ও দুবরাজপুর থানার পুলিশ ওই ব্যবসায়ীকে উদ্ধার করে ঝাড়খন্ড পুলিশের সঙ্গে যোগাযোগ করে এবং জামতারার এসডিপিও ও জামতারা বিন্দাপথ থানার ওসির হাতে তুলে দেওয়া হয়। এমন ঘটনা সিনেমার থেকে কম কিছু বলা যায় না, পাশাপাশি বীরভূম পুলিশের এমন সফলতাকে প্রশংসা না করেও থাকা যায় না।