লাল্টু: ১৮ দিন ধরে নিখোঁজ! তন্নতন্ন করে খোঁজার পরও মেলেনি ছেলে। শেষমেষ মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করে নিখোঁজ ছেলেকে ফিরিয়ে দিল দুবরাজপুর থানার পুলিশ। জানা যায়, দুবরাজপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ইসলামপুর পশ্চিমপাড়ার বাসিন্দা শেখ আরিয়ান গত ১৪ এপ্রিল বাড়ি থেকে বাজার করতে যাওয়ার জন্য বেরোয়।
এরপর থেকেই নিখোঁজ ছিল সে। ঘটনার পর তার পরিবারের লোক দ্বারস্থ হয় দুবরাজপুর থানার পুলিশের। থানায় অভিযোগও জানান তাঁরা। কিন্তু পাওয়া যাচ্ছিল না কোনো সন্ধান। পরবর্তীকালে পরিবারের সন্দেহ হয় কেউ তাকে অপহরণ করে নিয়ে গিয়েছে। এরপরে তাঁরা পুনরায় দ্বারস্থ হন দুবরাজপুর থানার। আর তাতেই হল সুরাহা। আরিয়ানের মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করে পুলিশ দেখতে পায় আরিয়ান বর্তমানে কলকাতার পার্ক স্ট্রিট থানার অন্তর্গত মির্জা গালিব স্ট্রীটে রয়েছে।
আরও পড়ুন: দিঘায় জগন্নাথদেবের নিকট কী কী ভোগ নিবেদন করা হয়েছিল? ৫৬ ভোগের তালিকায় ছিল এই পদগুলি
লোকেশন পাওয়া মাত্রই আর দেরি না করে দুবরাজপুর থানার ওসি মনোজ সিং-এর নেতৃত্বে সাব ইন্সপেক্টর বরুণ দাস সহ পুলিশের একটি টিম রওনা দেয় কলকাতার উদ্দেশ্যে। আর তারপরেই সেখান থেকে উদ্ধার করা হয় আরিয়ানকে। গত শুক্রবার রাতে আরিয়ানকে উদ্ধার করে নিয়ে আসা হয় দুবরাজপুরে। শনিবার তাকে আদালতে তোলা হয়। আদালতের বিচারকের কাছে গোপন স্বীকারোক্তি নেওয়ার জন্য পেশ করা হয় আরিয়ানকে বলে জানান দুবরাজপুর আদালতের সরকারী আইনজীবী রাজেন্দ্র প্রসাদ দে। ছেলেকে ফিরে পেয়ে খুশি তার পরিবার পরিজনেরা।