Fake Voter: ভুয়ো ভোটার ধরতে বাড়ি বাড়ি হানা দেওয়া শুরু করল তৃণমূল

দিল্লি সহ বিভিন্ন জায়গায় ভুয়ো ভোটারের ঘটনা সামনে এসেছে, গত ২৭ ফেব্রুয়ারি কলকাতার ইনডোর স্টেডিয়ামে এমনই তথ্য তুলে ধরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে ভোটার তালিকা স্ক্রুটিনি করার নির্দেশ দেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই নির্দেশ পেতেই বিভিন্ন জায়গায় শুরু হয়েছে ভুয়ো ভোটার ধরার কাজ। ঠিক সেই রকমই এবার বীরভূমেও বাড়ি বাড়ি গিয়ে ভোটার কার্ড দেখে সবকিছু ঠিকঠাক আছে কিনা, কোথাও কোনরকম ভুয়ো ভোটার রয়েছে কিনা তা দেখার কাজ শুরু করলো তৃণমূল।

বীরভূমের সিউড়ি বিধানসভায় সিউড়ি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে এমন কাজ রবিবার শুরু করলেন সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরী। তিনি এলাকা ঘুরে বাড়ি বাড়ি গিয়ে ভোটার কার্ড দেখে কোথাও কোনো রকম ভুয়ো ভোটার রয়েছে কিনা তা খতিয়ে দেখেন। এই কাজ সমস্ত জায়গায় চলবে বলে তিনি জানিয়েছেন।

আরও পড়ুন: North Bengal Train: উত্তরবঙ্গের জন্য নতুন ট্রেন দিল রেল, সহজ হল পাহাড় যাতায়াত

ভুয়ো ভোটার কোথাও রয়েছে কিনা তা দেখার পাশাপাশি দেখে নেওয়া হচ্ছে কোথায় কোথায় নতুন ভোটার সংযোজন হয়েছে অথবা কেউ মারা গিয়েছেন কিনা এবং তার ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার প্রয়োজন রয়েছে কিনা। এছাড়াও প্রাপ্তবয়স্ক হওয়া সত্ত্বেও ভোটার তালিকায় নাম সংযোজন না হয়ে থাকলে সেই বিষয়টিও দেখে নেওয়া হচ্ছে।

বিকাশ রায় চৌধুরী জানিয়েছেন, অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে হরিয়ানা সহ বিভিন্ন জায়গা থেকে অনেকেই পশ্চিমবঙ্গে এসে ভোটার তালিকায় নিজেদের নাম সংযুক্ত করেছেন। এই ধরনের ঘটনা সামনে এলে তাদের কাছে সময় রয়েছে, তারা এই বিষয়টি নির্বাচন কমিশনের কাছে তুলে ধরবেন। যাতে প্রত্যেককেই তার ন্যায্য ভোট দান করতে পারেন তার জন্য এমন কাজটি করা অত্যন্ত প্রয়োজন বলেও তিনি দাবি করেছেন।

সিউড়ি পৌরসভার এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা হিমাদ্রি শেখর মন্ডল জানিয়েছেন, ভোটার তালিকায় কোন ভুয়ো ভোটার কার্ড রয়েছে কিনা সেই বিষয়টি যেভাবে খতিয়ে দেখার কাজ চালানো হচ্ছে তা অত্যন্ত প্রশংসনীয়। কেননা অনেক ক্ষেত্রেই ভুয়ো ভোটার লক্ষ্য করা গিয়েছে। এমন কাজের নিরিখে যদি কোথাও কোনরকম ভুয়ো ভোটার কার্ড থেকে থাকলে অথবা কারো নাম তালিকা থেকে বাদ দেওয়ার প্রয়োজন হয় তাহলে সেগুলি সহজেই করা যাবে।