সাংসদের হাজারও প্রতিভা, করোনা যোদ্ধাদের কুর্ণিশ জানাতে গান গাইলেন নিশীথ প্রামানিক

নিজস্ব প্রতিবেদন : ‘সাংসদের হাজারও’, কথাটা এই কারণেই ব্যবহার করা হয়েছে কারণ এই সাংসদই লকডাউন চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি এঁকে চমকে দিয়েছিলেন সকলকে। আর এবার কোচবিহারের এই তরুণ সাংসদ নিশীথ প্রামানিক গান গেয়ে আবার চমকে দিলেন সকলকে। লকডাউন চলাকালীন এবার তিনি গান ধরেছেন করোনার বিরুদ্ধে লড়াই করা প্রথম শ্রেণীর যোদ্ধাদের জন্য এবং সাধারণ মানুষকে সচেতন করার জন্য।

সোশ্যাল মিডিয়ায় মঙ্গলবার রাতে কোচবিহারের এই সাংসদ তাঁর গাওয়া গান একটি চকচকে ভিডিও সমেত আপলোড করেন। আর সেই গান শুনে সোশ্যাল মিডিয়ার নেটিজেনরা অনেকেই তাকে বাহবা দিয়েছেন। ছবি আঁকার পাশাপাশি তিনি যে গান গাইতে পারেন তাও প্রমাণ করলেন এদিন ভিডিও আপলোড করে।

গানের সাথে যে ভিডিও আপলোড করা হয়েছে সেই ভিডিওতে তুলে ধরা হয়েছে ভারতের কন্যাকুমারী থেকে ভারতের নানান প্রাকৃতিক সৌন্দর্য্যকে। এছাড়াও তুলে ধরা হয়েছে কোচবিহারের বিভিন্ন জায়গা, স্ট্যাচু অব ইউনিটির বল্লভ ভাই প্যাটেলের মূর্তিকেও। পাশাপাশি তুলে ধরা হয়েছে লকডাউনের মুহূর্তকে। ভিডিওতে সবার শেষে সকলের মনোবল বাড়াতে তুলে ধরা হয়েছে ‘সারে জহাঁ সে অচ্ছা’ গানের লাইনকে।