ফের চালু হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড স্পেশাল ট্রেন, রইলো সূচি

নিজস্ব প্রতিবেদন : প্রায় এক বছর বন্ধ থাকার পর অবশেষে পুনরায় চালু হতে যাচ্ছে ব্ল্যাক ডায়মন্ড স্পেশাল ট্রেন। হাওড়া ও ধানবাদেরর মধ্যে যাতায়াতকারী এই সুপারফাস্ট ট্রেনটিকে পুনরায় চালানোর সিদ্ধান্ত নিলো পূর্ব রেল। আর সেই মতো তারা সময়সূচী সামনে এনেছে।

ট্রেনটি পুনরায় চলাচল শুরু করবে আগামী ১৩ ই ফেব্রুয়ারি থেকে। ঐদিন ট্রেনটি ধানবাদ থেকে হাওড়ার দিকে রওনা দেবে। তবে হাওড়া থেকে যাতায়াত শুরু করবে ১৪ ই ফেব্রুয়ারি থেকে। ট্রেনটি হাওড়া থেকে ধানবাদের দিকে রওনা দেবে সকাল ৬ টা ১৫ মিনিটে। ধানবাদ পৌঁছাবে সকাল ১১ টা ১৮ মিনিটে। ধানবাদ থেকে ছাড়বে বিকাল ৪ টে ২০ মিনিটে। হাওড়া পৌঁছাবে রাত ৯ টা ২০ মিনিটে।

[aaroporuntag]
যাতায়াতের পথে ট্রেনটির স্টপেজ রয়েছে কুমারডুবি, বরাকর, কুলটি, সিতারামপুর, রানীগঞ্জ, অন্ডাল, ওয়ারিয়া, দূর্গাপুর, পানাগর, মানকর, ব্যান্ডেল, শেওড়াফুলি, আসানসোল এবং বর্ধমান রেল স্টেশনে।