সাদা থানে মা দুর্গার পায়ের ছাপ! অলৌকিক ঘটনার সাক্ষী থাকল বীরভূম

অলৌকিক ঘটনার সাক্ষী থাকল বোলপুর। আর সেই অলৌকিক ঘটনাকে ঘিরেই শুরু হয়েছে পূজার্চনা। এমন ঘটনাটি ঘটেছে বীরভূমের বোলপুরের সিয়ানের সুখবাজারে।

সোমবার ঝড় বৃষ্টির দুর্যোগময় বিকাল বেলায় স্বপ্নাদেশ পান এক পড়ুয়া। যে স্বপ্নাদেশে ওই পড়ুয়া দেখতে পান সাদা থানে মা দুর্গার লাল আলতা মাখানো পায়ের ছাপ আর লালশালুতে জড়ানো দেবীর পদচিহ্ন। এসব রয়েছে সিয়ানের সুখবাজারের আনুমানিক ২৫০ বছরের পুরাতন দূর্গা মন্দিরে।

আরও পড়ুন: টোটো ভাড়ায় লাগাম! এবার নতুন নিয়ম জারি করতে চলেছে সিউড়ি পৌরসভা

স্বপ্নাদেশ পাওয়ার পর ঝড়-বৃষ্টি থামতেই দুর্গা মন্দিরে এসে দেখতে পান রাজদীপ মন্ডল নামে ওই পড়ুয়া যা যা স্বপ্নাদেশে দেখতে পেয়েছিল সব হুবহু মিলে গিয়েছে। আর এরপরই এমন ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ঢাকঢোল সহকারে দেবীর আগমন উদযাপন শুরু করেন গ্রামবাসীরা।

রাজদীপ মন্ডলের দাদা ওই গ্রামের বাসিন্দা অনুপ মন্ডল জানিয়েছেন, পদচিহ্ন থাকা সাদা থানটি সেই পুকুরে বিসর্জন দিয়ে দেন যে পুকুর থেকে মায়ের ঘট ভর্তি করা হয় এবং বিসর্জন করা হয়। তবে লালশালু জড়ানো পদচিহ্ন প্রতিষ্ঠা করে চলে পূজার্চনা।

জানা যাচ্ছে, যেখানে এমন ঘটনা ঘটেছে সেই মন্দিরে গ্রামবাসীরা নিষ্ঠার সঙ্গে প্রতিবছর পূজো করে আসেন। তবে আগে কোনদিন এমন ঘটনা ঘটতে দেখা যায়নি। এবার এই ঘটনায় গ্রামবাসীরা যেমন অবাক ঠিক সেই রকমই মায়ের এমন আগমনী সকলের মঙ্গলার্থে পূজার্চনা শুরু হয়েছে।