মাত্র ২০ টাকা! চা, পাউরুটি, ঘুগনি, কলা ও ডিম, ভাইরাল দোকানদার

নিজস্ব প্রতিবেদন : খবরের হেডলাইন দেখে বিশ্বাস হচ্ছে না! বিশ্বাস না হলেও এটাই সত্যি যে, মাত্র ২০ টাকায় এই দোকানদার সকালের টিফিনে দেন পছন্দমত যেকোনো পাঁচ প্রকার খাবার। আপনার পছন্দমতো খাবার বেছে নিতে পারেন, যেখানে ২০ টাকাতেই রয়েছে চা, পাউরুটি, ঘুগনি, কলা ও ডিম ইত্যাদি।

একবার হিসাব করুন, শুধু চা ৫ টাকা, ডিম সিদ্ধ ১০ টাকা, পাউরুটি, ঘুগনি আর কলার দাম বাদই দিলাম। বর্তমানে সকালবেলার টিফিনে মাত্র ২০ টাকায় এসকল পাওয়া কি সম্ভব! অর্থাৎ সকালে পেট ভরে খাবার খেতে পকেট থেকে খসবে মাত্র ২০ টাকা।আপাতদৃষ্টিতে সম্ভব না হলেও আমাদের পশ্চিমবঙ্গের কৃষ্ণনগরের একটি চায়ের দোকানে এই অসম্ভবকে সম্ভব করেছেন এক দোকানদার। আর তারপর থেকেই ভাইরাল ওই দোকানদারের ছবি ও দোকানের ছবি।

কৃষ্ণনগরের ষষ্ঠীতলায় এই নতুন চায়ের দোকানটি করেছেন এক ব্যবসায়ী। আর এই দোকানের ছবি ফেসবুকে পোস্ট করেছেন দেবস্মিতা সাহা নামে এক যুবতী। যুবতীর কথায়, “আগ্রহের সাথে আমাকে জানিয়েছে ‘আমার দোকানের ছবি তুলে নেটে ছেড়ে দিয়ো তো আমাকে সহ, তাহলে সবাই আমার দোকানে আসতে পারবে সহজে।’ ছবিটি না দিয়ে পারলাম না। লোকটি অনেক ভরসা করে বলেছে আমায়।”

আর ওই যুবতী ফেসবুকে ছবিগুলি পোস্ট করা মাত্র কয়েক মিনিটের মধ্যে ভাইরাল হয়ে পড়ে। আর ভাইরাল হবেই না বা কেন! বর্তমান দুর্মূল্যের সময়ে সস্তায় টিফিনের আর এক ঠিকানা যে ওই চায়ের দোকান।