এক রিচার্জেই ঝামেলা শেষ, Jio-Airtel এর থেকেও সস্তায় আনলিমিটেড প্ল্যান লঞ্চ করল BSNL

কলকাতা ও পশ্চিমবঙ্গের মানুষের জন্য BSNL নিয়ে এসেছে এক সত্যিকারের স্বস্তির খবর। BSNL 365 দিনের রিচার্জ প্ল্যান চালু হয়েছে, যা নাম Bharat Connect প্ল্যান। এই প্ল্যানে মাত্র ২৬২৬ টাকা দিয়ে পুরো এক বছর অফুরন্ত কল, প্রতিদিন ডেটা ও এসএমএস পাওয়া যাবে। প্রতিদিনের খরচ মাত্র ৭.১৯ টাকা – এত কমে এমন সুবিধা অন্য কোনো কোম্পানিতে পাওয়া কঠিন!

BSNL এর সস্তায় গোটা বছরের Recharge

  • ভ্যালিডিটি: ৩৬৫ দিন (পুরো বছর)
  • ডেটা: প্রতিদিন ২.৬ জিবি হাই-স্পিড ডেটা (মোট প্রায় ৯৪৯ জিবি)
  • কল: যেকোনো নেটওয়ার্কে অফুরন্ত ভয়েস কল (আউটগোয়িং ও ইনকামিং)
  • এসএমএস: প্রতিদিন ১০০টি ফ্রি এসএমএস

এই প্ল্যানে মাসিক রিচার্জের ঝামেলা একদম শেষ। পরিবারের বড়দের, ছাত্রছাত্রীদের বা গ্রামের মানুষদের জন্য এটা খুবই সুবিধাজনক। বিশেষ করে যেখানে BSNL-এর নেটওয়ার্ক ভালো, সেখানে জিও বা এয়ারটেলের চেয়ে অনেক সস্তায় ভালো স্পিড পাওয়া যায়।

আরও পড়ুনঃ মাসের শেষেই ৫ দিন টানা বন্ধ, ফেব্রুয়ারিতে কদিন ছুটি? দেখে নিন Bank Holiday List

গত মাসেই BSNL-এর আরেকটা বছরের প্ল্যান ছিল ২৭৯৯ টাকায়, যাতে প্রতিদিন ৩ জিবি ডেটা পাওয়া যেত। কিন্তু এখন নতুন BSNL 365 দিনের প্ল্যান ১৭৩ টাকা কমে এসেছে, যদিও ডেটা একটু কম। তবু এটা এখনও অনেকের কাছে সেরা চয়েস।

কীভাবে রিচার্জ করবেন?

BSNL-এর অফিসিয়াল অ্যাপ, ওয়েবসাইট (portal.bsnl.in), BReX প্ল্যাটফর্ম বা কাছের রিটেলারের দোকানে গিয়ে সহজেই রিচার্জ করা যাবে। এই লিমিটেড পিরিয়ড অফার চলবে ২৪ জানুয়ারি থেকে ২৪ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত। তাই দেরি না করে আজই চেক করুন!