Jio, Airtel-র কপালে হাত! বাজার কাঁপাতে BSNL সঙ্গী করে নিল TATA-কে! আসছে এই পরিষেবা

নিজস্ব প্রতিবেদন : ভারতের টেলিকম বাজারের দিকে তাকালে দেখা যাবে, চারটি টেলিকম সংস্থা বর্তমানে নিজেদের আধিপত্য বজায় রাখতে সক্ষম হয়েছে। আগে অন্ততপক্ষে নয়টি টেলিকম সংস্থা ব্যবসা চালালেও তারা প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে পারেনি। আবার প্রতিযোগিতার বাজারে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা হিসাবে BSNL টিকে থাকলেও তাদেরও এখন মরা অবস্থা।

তবে রাষ্ট্রয়ত্ত টেলিকম সংস্থা BSNL বর্তমানে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গেলেও তারা বাজারে টিকে থাকার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। সেই চেষ্টা চালানোর তাগিদে তারা বিভিন্ন সংস্থার সঙ্গে গাঁটছড়া বাঁধছে যাতে পরিষেবা আরও ভালো দেওয়া যায়। সেই রকমই এবার এই টেলিকম সংস্থা TATA-কে সঙ্গী করে নিল। আর প্রতিযোগিতার বাজারে BSNL-এর সঙ্গী হিসাবে TATA-র জুড়ে যাওয়াতেই রীতিমতো কপালে হাত পড়তে শুরু করেছে Airtel, Jio-র।

রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা BSNL টাটা গ্রুপের (Tata Group) সঙ্গে কয়েক হাজার কোটি টাকার বিনিময়ে চুক্তি করেছে। কয়েক হাজার টাকার বিনিময়ে করা এই চুক্তির পরিপ্রেক্ষিতে তারা গ্রাহকদের জন্য নতুন পরিষেবা নিয়ে আসবে বলেই জানা যাচ্ছে। ইতিমধ্যেই BSNL টেলিকম জগৎ ছাড়াও OTT প্লাটফর্মেও পা রেখেছে। সুতরাং এসবের পরিপ্রেক্ষিতে প্রযুক্তিগত দিক দিয়ে নিজেদের আরও উন্নত করার জন্যই তারা টাটা গ্রুপকে সঙ্গী করেছে।

টাটা গ্রুপকে সঙ্গী করে BSNL খুব তাড়াতাড়ি তাদের গ্রাহকদের জন্য 4G পরিষেবা লঞ্চ করবে বলে জানা যাচ্ছে। BSNL দেশের প্রতিটি কোণায় 4G নেটওয়ার্ক পৌঁছে দেওয়ার জন্য পরিকল্পনা গ্রহণ করেছে এবং সেই পরিকল্পনা অনুযায়ী প্রস্তুতি চলছে। তবে যেখানে অন্যান্য টেলিকম সংস্থা 5G চালু করে দিলেও BSNL এখনো 4G পরিষেবা লঞ্চ না করতে পারায় রীতিমতো পিছিয়ে পড়েছে।

এছাড়াও BSNL 4G-র পাশাপাশি 5G পরিষেবা লঞ্চ করার দিকেও এগোচ্ছে। ১৫ হাজার কোটি টাকার এপিওর বিনিময়ে এই চুক্তি হয়েছে এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। এছাড়াও এই চুক্তির মধ্যে রয়েছে টেলিকম গিয়ার নির্মাতা তেজস নেটওয়ার্কও। 4G পরিষেবা প্রদানের ক্ষেত্রে তেজস নেটওয়ার্ক বিএসএনএলকে রেডিও অ্যাক্সেস নেটওয়ার্ক (RAN) পরিষেবা সরবরাহ করবে। এসবের পরিপ্রেক্ষিতে দেখার বিষয় আগামী দিনে রাষ্ট্রায়ত্ব টেলিকম সংস্থা কতটা ব্যবসায়িক দিক দিয়ে ঘুরে দাঁড়ায়।