জয়দেব মেলা যাওয়ার পথে খুলে গেল বাসের এমার্জেন্সি গেট! মাটিতে প্রাণ গেল ৬ বছরের শিশু

জয়দেব মেলা দেখতে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গেল ছয় বছরের এক শিশুর। ঘটনাটি ঘটেছে মূলত বাসের এমার্জেন্সি গেট খুলে যাওয়ার পরিপ্রেক্ষিতে। স্বাভাবিকভাবেই এমন ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।

জানা যাচ্ছে, মহঃবাজার থানার অন্তর্গত কাপিস্টা এলাকায় এক পরিবার জয়দেব মেলা যাওয়ার জন্য সিউড়ি থেকে একটি বেসরকারি বাসে চড়েছিলেন। বাসে জানলার ধারে বসে ছিল ওই শিশু। বাসে চড়ে তারা যখন মেলার উদ্দেশ্যে যাচ্ছিলেন ঠিক সেই সময় বেসরকারি ওই বাসের এমার্জেন্সি গেট খুলে যায় এবং ইমারজেন্সি গেট খুলে যাওয়ার পরই ঐ শিশু বাস থেকে মাটিতে পড়ে যায়। বাস থেকে রাস্তায় পড়ে যাওয়ার পর ওই বাসেরই পিছনের চাকায় সে পিষ্ট হয়।

আরও পড়ুনঃ জোড়া মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষ! হাসপাতালে এনেও হলো না শেষ সুরক্ষা, মর্মান্তিক পরিণতি দুই যুবকের

ঘটনার সঙ্গে সঙ্গেই পাশের চালক ও খালাসী বাস ছেড়ে পালিয়ে যান। অন্যদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে সিউড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছই এবং ওই শিশুকে উদ্ধার করে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। ওই শিশুর দেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে।

এমন দুর্ঘটনাটি ঘটে সিউড়ি থানার অন্তর্গত এলাকায়। সিউড়ি বাস স্ট্যান্ড থেকে ১৮ নং জাতীয় সড়ক ওঠার মুখেই অর্থাৎ রবীন্দ্রপল্লি রোডে। মৃত শিশুর নাম সূর্য দাস।