চোখ রাঙাচ্ছে করোনা, মোকাবিলায় পাঁচটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ কেন্দ্রের

নিজস্ব প্রতিবেদন : করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার সাথে সাথেই দেশজুড়ে উত্তরোত্তর বাড়তে শুরু করেছে আক্রান্তের সংখ্যা। বেশকিছু রাজ্যের পরিস্থিতি এমনই হয়ে দাঁড়িয়েছে যে তা প্রায় নিয়ন্ত্রণের বাইরে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের শেষ দুদিনের তথ্য অনুযায়ী পরপর দু’দিন নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৮ হাজার এবং ৫৬,২১১ জন। আর এই পরিস্থিতি মোকাবিলা করার জন্য কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসকদের সাথে বৈঠক করে পাঁচটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন।

১) যত বেশি সংখ্যক টেস্ট করার ওপর জোর দেওয়া হয়েছে। টেস্টের ক্ষেত্রে যাতে কোনরকম খামতি না থাকে সেদিকে নজর দিতে জোর দেওয়া হয়েছে।

২) করোনার প্রথম পর্যায়ের মতোই আইসোলেশন এবং কনট্যাক্ট ট্রেসিং অর্থাৎ সংস্পর্শে আসা ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইসোলেশনে পাঠানোর ব্যবস্থা করার কথা বলা হয়েছে। আক্রান্ত ব্যক্তি গত এক সপ্তাহ ধরে যাদের সংস্পর্শে এসে ছিলেন তাদের বিশেষ করে চিহ্নিত করার কথা বলা হয়েছে।

৩) গত এক বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে চলা চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের পুনরায় এই লড়াইয়ে একাগ্রতার সাথে শামিল হওয়ার কথা বলা হয়েছে।

৪) সাধারণ মানুষকে সবথেকে বেশি জোর দিতে বলা হয়েছে সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পরা এবং হাত ধোয়ার দিকে। আর এই সকল দিকগুলিকে খতিয়ে দেখার জন্য প্রশাসনকে কড়া নজরদারি চালানোর কথা বলা হয়েছে।

[aaroporuntag]
৫) ঝুঁকি রয়েছে এমন প্রতিটি ব্যক্তিকে যাতে দ্রুত টিকা দেওয়া হয় তার দিকে নজর দেওয়ার কথা বলা হয়েছে। এই তালিকায় অবশ্যই রয়েছেন ৬০ বছরের বেশি বয়স্ক মানুষেরা। এছাড়াও ৪৫ বছরের বেশি বয়সী কোমর্বিডিটি রয়েছে তাদের দিকে নজর দেওয়ার কথা বলা হয়েছে।