‘ম্যাজিকের মতো কাজ করবে’, এই ধরনের বিভ্রান্তিকর বিজ্ঞাপন ঠেকাতে কেন্দ্রের নয়া নির্দেশিকা

নিজস্ব প্রতিবেদন : বিজ্ঞাপনের সঙ্গে বাস্তবের মিল নেই। একপ্রকার ধরাছোঁয়ার বাইরে এই সকল বিজ্ঞাপনের অধিকাংশ অঙ্গ হল ‘ম্যাজিকের মতো কাজ করবে’। এই ক্রিম মাখলে কালো থেকে ফর্সা, এই পণ্য খেলে ম্যাজিকের মতো ব্যথা সেরে যাবে ইত্যাদি নানান নানান বিজ্ঞাপনে বিভ্রান্তির শিকার হন সাধারণ মানুষ। এবার এই ধরনের বিভ্রান্তিকর বিজ্ঞাপন ঠেকাতে নয়া নির্দেশিকা জারি করল কেন্দ্র।

বিজ্ঞাপনের সঙ্গে বাস্তবের এই যে বিশাল ফারাক এই বিশাল ফারাকের ক্ষেত্রে লাগাম টানতেই কেন্দ্রের এমন নির্দেশিকা। এই ধরনের বিজ্ঞাপন দাতাদের উদ্দেশ্যে কেন্দ্র সরকারের তরফ থেকে বলা হয়েছে, কোন ক্রেতা যেন বিজ্ঞাপন দেখে ভুল না বোঝেন। ক্রেতা যেন ভুল না বোঝে না সেটা দেখতে হবে বিজ্ঞাপনদাতাদের। যে কারণে এমন বিভ্রান্তিকর বার্তা দেওয়ার আগে সতর্ক হতে নির্দেশ দেওয়া হয়েছে বিজ্ঞাপন প্রস্তুতকারকদের।

কিছুদিন ধরেই সুগন্ধির বেশকিছু বিজ্ঞাপনে ঘিরে দেশজুড়ে বিতর্ক তৈরি হয়েছে। এই বিতর্ক তৈরি হওয়ার পরই কেন্দ্রের তরফ থেকে এই নির্দেশিকা জারি করা হয়। উপভোক্তা মন্ত্রকের সচিব রোহিত কুমার সিং বলেছেন, “ক্রেতাদের আকৃষ্ট করাই বিজ্ঞাপনের কাজ। তাই বিজ্ঞাপনে ভুল তথ্য ব্যবহার করলে তা মানুষের উপরে প্রভাব ফেলে।”

কেন্দ্রের তরফ থেকে জারি করা এই নির্দেশিকা গত সপ্তাহের শুক্রবার থেকে লাগু করা হয়েছে বলে জানানো হয় কেন্দ্রের তরফ থেকে। এই নির্দেশিকার বিরুদ্ধে কোন সংস্থা যদি কোন কাজ করে থাকে অর্থাৎ নির্দেশিকা অমান্য করে থাকে তাহলে তার বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করা হতে পারে বলেও জানানো হয়েছে।

তবে এই নির্দেশিকা জারি হলেও রাতারাতি এর পরিবর্তন হয়ে যাবে এমনটা সম্ভব নয় বলেও স্বীকার করা হয়েছে কেন্দ্রের তরফ থেকে। কিন্তু এই নির্দেশিকা জারি হওয়ার পর আশা করা হচ্ছে বিজ্ঞাপনদাতারা সতর্ক হবেন এবং কোন গ্রাহক যদি প্রতারিত হন তাহলে তিনি অভিযোগ করার জন্য সাহস পাবেন।