করোনা টিকা নেওয়ার জন্য নাম লেখা যাবে অনলাইনে, নতুন অ্যাপ কেন্দ্রের

নিজস্ব প্রতিবেদন : দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বাস্থ্যমন্ত্রক সূত্রে প্রতিনিয়ত যে আপডেট আসছে তাতে মনে করা হচ্ছে খুব দ্রুত ভারতে শুরু হতে পারে করোনা টিকা প্রদান। আর এই টিকা প্রদান সুষ্ঠুভাবে করার জন্য ইতিমধ্যেই একাধিক পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে কেন্দ্রের তরফ থেকে। করোনা মোকাবিলার জন্য ভারত সরকারের তরফ থেকে যেমন আরোগ্য সেতু অ্যাপ (Aarogya Setu) আনা হয়েছিল, ঠিক তেমনি টিকা বন্টনের ক্ষেত্রেও নতুন একটি অ্যাপ আনার ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সচিব রাজেশ ভূষণ।

দিন চারেক আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সর্বদলীয় বৈঠকে এমন অ্যাপের কথা তুলেছিলেন। আর মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সচিব রাজেশ ভূষণ সাংবাদিক বৈঠক করে জানান নয়া এই অ্যাপের বিষয়ে। নতুন যে অ্যাপ তৈরি করা হয়েছে তার নাম হলো Co-WIN। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সচিব রাজেশ ভূষণ সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, ‘কেউ করোনা টিকা নিতে চাইলে তিনি ওই অ্যাপের মাধ্যমে নাম লেখাতে পারবেন।’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুক্রবার সর্বদলীয় বৈঠকে জানান, “ভারত একটি বিশেষ সফটওয়্যার তৈরি করেছে Co-Win। যাতে করোনা ভ্যাকসিন সম্পর্কিত তথ্য যেমন ভ্যাকসিনের স্টক এবং স্টোরেজ সংক্রান্ত সবকিছু রিয়েলটাইম তথ্য পাওয়া যাবে।”

মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সচিব রাজেশ ভূষণ সাংবাদিক বৈঠকে বলেন, “দেশে করোনা ভ্যাকসিন আসার পর তা সম্পর্কিত সমস্ত তদারকি করবে Co-win নামের ডিজিটাল প্ল্যাটফর্ম। যে প্লাটফর্মে থাকছে একটি মোবাইল অ্যাপ। ওই অ্যাপে রয়েছে মোট পাঁচটি মডিউল। যেমন অ্যাডিমিন মডিউল, রেজিস্ট্রেশন মডিউল, ভ্যাকসিনেশন মডিউল, বেনিফিসিয়ারি মডিউল ও রিপোর্ট মডিউল। কেউ টিকা নিতে চাইলে ওই অ্যাপের মাধ্যমে নাম লেখাতে পারবেন।”

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সচিব রাজেশ ভূষণ এই অ্যাপের বিষয়ে আরও বিস্তারিত জানিয়ে বলেন, “অ্যাপের রেজিস্ট্রেশন মডিউলটি দেশের সাধারন মানুষদের জন্য। এই মডিউলের মাধ্যমেই আমজনতা টিকা নেওয়ার জন্য নিজেদের নাম লেখাতে পারবেন বা আবেদন করতে পারবেন। ভ্যাকসিনেশন মডিউলের মাধ্যমে যিনি ভ্যাকসিন নিতে চাইছেন তার সম্পর্কিত তথ্য যাচাই করা হবে। অন্যদিকে বেনিফিসিয়ারি মডিউলের মাধ্যমে যিনি টিকা নিচ্ছেন তাকে একটি সার্টিফিকেট পাঠিয়ে দেওয়া হবে।”

পাশাপাশি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, প্রত্যেক ভারতীয়কে টিকা দেওয়া হবে। তবে আগে কাদের টিকা দেওয়া হবে তা সম্পর্কে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি।